কলকাতা, 1 জুন : সঙ্গীত শিল্পী কে কে-র প্রয়াণের (KK Demise) পর উঠছে নানা প্রশ্ন ৷ অনেকেই গতকাল, মঙ্গলবার নজরুল মঞ্চের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ এই পরিস্থিতি নজরুল মঞ্চে কোনও কলেজের অনুষ্ঠানের উপর জারি হতে পারে নিষেধাজ্ঞা (KMC May ban College Festival at Nazrul Mancha) ৷ কেএমডিএ-র (KMDA) তরফে এমনই সুপারিশ পাঠানো হয়েছে রাজ্য সরকারের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের কাছে ৷
অভিযোগ, নজরুল মঞ্চের আসন সংখ্যা 2700 ৷ সেখানে গতকাল 7 হাজার শ্রোতা ছিল ৷ ফলে শীতাতপ যন্ত্রগুলি ঠিকমতো কাজ করেনি ৷ তাতেই গায়ক অসুস্থ হয়ে পড়েন ৷ তার জেরেই কে কে-র মর্মান্তিক পরিণতি হল বলে অভিযোগ উঠেছে ৷
বুধবার মেয়র ফিরহাদ হাকিমের (Kolkata Mayor Firhad Hakim) ব্যাখ্যা, ‘‘কে কে-র জনপ্রিয়তা এমন যে কম বয়সীদের ভিড় ছেঁকে ধরে । কাল আমাকে কেএমডিএ থেকে বলেছে আর কলেজকে যাতে না দেওয়া হয় নজরুল মঞ্চ । সিটের উপর নাচানাচি করলে সিট ভেঙে যায় ।’’ তবে এই বিষয়ে তিনি এখনও কোনও সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন ফিরহাদ ৷ তিনি কেএমডিএ-রও চেয়ারম্যান ৷