পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Kolkata Rain Forecast : লাগাতার বৃষ্টিতে জলমগ্ন তিলোত্তমা, পরিস্থিতি সামলাতে অতিরিক্ত পাম্প

টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে শহর কলকাতা ৷ আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, এখনও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর-সহ জেলাগুলিতে ৷ এই অবস্থায় জমা জল বের না করলে পরিস্থিতি আরও বিগড়ে যেতে পারে ৷ তাই সময় থাকতেই পদক্ষেপ করেছে কলকাতা পৌরনিগম ৷ সচল রাখা হয়েছে 74টি পাম্পিং স্টেশন ৷ পাশাপাশি অতিরিক্ত পাম্প বসিয়ে জমা জল বের করার ব্যবস্থাও করা হয়েছে ৷

লাগাতার বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা
লাগাতার বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা

By

Published : Jul 29, 2021, 9:59 PM IST

কলকাতা, 29 জুলাই : সুস্পষ্ট নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টি চলছে কলকাতা শহর থেকে শহরতলিতে । আগামী 24 ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাত চলবে । কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে । মুক্তারামবাবু স্ট্রিট, ঠনঠনিয়া, কলেজ স্ট্রিট, সুকিয়া স্ট্রিট, এমজি রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ, ট্যাংরা-সহ বেহালা, আলিপুর, খিদিরপুর, যাদবপুরের বিভিন্ন অংশের অল্পবিস্তর জলমগ্ন হয়ে পড়েছে । ভারী বৃষ্টি হলে পরিস্থিতি সঙ্কটজনক হয়ে উঠতে পারে । জমা জলের দুর্ভোগ কাটাতে একাধিক পদক্ষেপ নিয়েছে কলকাতা পৌরনিগম ।

আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগরের উপর একটি সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে । আগামী 24 ঘণ্টায় এই নিম্নচাপ বিহারের দিকে এগোবে ৷ সেই সঙ্গে একটি মৌসুমী অক্ষরেখা রয়েছে । এর ফলেই দক্ষিণবঙ্গের একাধিক জেলার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান- এই তিন জেলায় 200 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম ও পূর্ব বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আগামী শুক্রবার থেকে পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে । ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রামেও ।

এই অবস্থায় উত্তর কলকাতা-সহ দক্ষিণ কলকাতার বিভিন্ন অংশে অল্পবিস্তর জল জমায় সমস্যা তৈরি হয়েছে । জমা জলে পরিস্থিতি যাতে আরও বিগড়ে না যায় তার জন্য কলকাতা পৌরনিগমের 74টি পাম্পিং স্টেশনের প্রায় 450টি পাম্প এই মুহূর্তে সচল রয়েছে । শহরের নিচু এলাকাগুলিতে যেখানে জল জমার সমস্যা রয়েছে, সেখানে অতিরিক্ত পাম্প বসিয়ে জল বের করার ব্যবস্থা করেছে পৌরনিগম । সকাল থেকেই পৌরনিগমের কন্ট্রোল রুম চালু করা হয়েছে । শহরবাসী কোথাও সমস্যায় পড়লে সরাসরি কন্ট্রোল রুমে ফোন করে নিজেদের অভিযোগ জানাতে পারবেন । সেই সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে । কন্ট্রোল রুমের কাজ খতিয়ে দেখেন প্রশাসকমণ্ডলীর সদস্য তারক সিং ।

ভারী বৃষ্টিতে জলমগ্ন হওয়ার আশঙ্কায় আগে থেকেই পদক্ষেপ করছে কলকাতা পৌরনিগম ৷

এদিন কলকাতা পৌরনিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য তারক সিং জানিয়েছেন, উত্তর কলকাতায় জল জমার সমস্যা বহুদিনের । ব্রিটিশ আমলে তৈরি হওয়া এই নিকাশি নালায় সমস্যা রয়েছে । উত্তর কলকাতায় জল জমার সমস্যা দূর করতে মুক্তারামবাবু স্ট্রিটে একটি পাম্পিং স্টেশন তৈরি করা হচ্ছে । এই মাসেই সে পাম্পিং স্টেশন তৈরি হয়ে যাবে । এই পাম্পিং স্টেশন শুরু হলেই জল জমার সমস্যা থেকে মুক্তি পাবে গোটা উত্তর কলকাতা ।

সেই সঙ্গেই প্রশাসকমণ্ডলীর সদস্য জানিয়েছেন, খিদিরপুরের জল জমার সমস্যায় সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে ভুগছেন । বোট ক্যানেলের মাধ্যমে এই এলাকার জল নিকাশি হয় ৷ এই বোট ক্যানেলের জল গিয়ে পড়ে টালি নালা ৷ কিন্তু বোট ক্যানেল পলি পড়ে অবরুদ্ধ হয়ে পড়েছে । তাই একদিকে যেমন পলি তুলে খাল সংস্কার করা হবে, সেই সঙ্গেই লিফটিং মেশিন দিয়ে এই এলাকার জমা জল বের করে দেওয়া হবে ৷ এলাকার জল সরাসরি টালি নালায় যাতে পড়ে তার ব্যবস্থা করা হচ্ছে ।

এর পাশাপাশি তারকবাবু জানিয়েছেন, একবার ভারী বৃষ্টি হলে বেহালায় প্রায় ছ'দিন জল জমে থাকে । সেই সমস্যাকেও দূর করতে পরিকল্পনা নিয়েছে কলকাতা পৌরনিগম । মহেশতলা ও মহেশতলার পাম্পিং স্টেশনের মাধ্যমেই দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকার জল নিকাশি হয় । কিন্তু মহেশতলা পাম্পিং স্টেশন দীর্ঘদিন ধরে ঠিক মতো কাজ না করার ফলেই জল জমা সমস্যায় ভুগতে হয়েছে দক্ষিণ কলকাতার মানুষকে । সেই সঙ্গেই এখানে একটি খাল ছিল, যে খালের মাধ্যমে এলাকার জল সোজাসুজি মণি খালে পড়ত । কিন্তু জবরদখলকারীরা সেই খাল বুঝিয়ে দিয়ে বাড়িঘর দোকানপাট তৈরি করে ফেলেছেন । তাই নতুন করে বিকল্প খাল তৈরি করা হবে এবং মণি খাল সংস্কার করা হবে । এবার মহেশতলা পাম্পিং স্টেশনকে নতুন করে তৈরি করা হবে ।

আরও পড়ুন : Weather Forecast : কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

ABOUT THE AUTHOR

...view details