কলকাতা, 14 অক্টোবর : দুর্গাপুজার চারদিন কোরোনা পরিস্থিতি মোকাবেলায় বিশেষ পরিকল্পনা নিয়েছে কলকাতা পৌরনিগম । এমনিতে প্রতিদিন সংক্রমণের সংখ্যা বাড়ছে কলকাতা শহরে । বুধবার কলকাতায় কোরোনা আক্রান্তের সংখ্যা ছিল প্রায় সাড়ে সাতশো । এই অবস্থায় পৌরনিগম সিদ্ধান্ত নিয়েছে, এবছর যেহেতু কোরোনা আবহের মধ্যে দুর্গাপুজো তাই সব জরুরি পরিষেবা চালু রাখা হবে পুজোর মধ্যেও । বিশেষ করে স্বাস্থ্য পরিষেবা ।
কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানান, পৌরনিগমের সব জরুরি পরিষেবা চালু থাকবে । কলকাতার প্রত্যেকটি ওয়ার্ডে প্রতিদিন যেভাবে কোরোনা নির্ধারক পরীক্ষা চলছে, পুজোর চার দিনও তা চলবে স্বাস্থ্যকেন্দ্রগুলিতে । এইসঙ্গে কলকাতা পৌরনিগমের সবকটি অ্যাম্বুলেন্স পরিষেবা কাজ করবে । পৌরনিগমের শববাহী গাড়িও নিয়মিত কাজ করবে । এইসঙ্গে শহরজুড়ে জীবাণুনাশক স্প্রে করা হবে ।