কলকাতা,7 ডিসেম্বর : বিধানসভা নির্বাচনের আগেই কলকাতা পৌরনিগমের নির্বাচনের সম্ভাবনা। এদিন দেশের শীর্ষ আদালত কলকাতা পৌরনিগমের প্রশাসক সংক্রান্ত মামলার শুনানির রায় দিয়েছে। সাতদিনের মধ্যেই পৌর নির্বাচনের দিনক্ষণ জানাতে হবে কলকাতা পৌরনিগমকে। তবে যদি সাত দিনের মধ্যে কলকাতা পৌরনিগম নির্বাচনের দিনক্ষণ না জানাতে পারে তাহলে শীর্ষ আদালত কলকাতা পৌরনিগমে নিজেই প্রশাসক বসাবে । শীর্ষ আদালতের এমন রায় আসার পর কার্যত চাপে পড়ে গেল রাজ্য সরকার।
কলকাতা পৌরনিগম নির্বাচনের দিনক্ষণ জানাতে 7 দিন সময় সুপ্রিম কোর্টের
কলকাতা পৌরনিগমের ভোট করা নিয়ে দীর্ঘদিন ঘরে টালবাহানা চলছে ৷ কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, 7 দিনের মধ্যে কলকাতা পৌরনিগম নির্বাচনের দিনক্ষণ জানাতে হবে ৷ যদি তা না করা হয়, তাহলে শীর্ষ আদালত কলকাতা পৌরনিগমে নিজেই প্রশাসক বসাবে ৷ এই রায়ের পরে চাপে পড়ে গেল শাসকদল ৷
ফিরহাদ হাকিম
আরও পড়ুন : রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি বিজেপির
কলকাতা পৌরনিগমের তৃণমূল পরিচালিত বোর্ডের মেয়াদ শেষ হওয়ার পর চলতি বছরের 4 জুন থেকে প্রশাসনিক মণ্ডলী কলকাতা পৌরনিগমের পরিচালনার দায়িত্বভার নেয়। কোরোনা পরিস্থিতিতে নির্বাচন করা সম্ভব নয় জানিয়ে রাজ্য সরকার কলকাতা পৌরনিগমের প্রশাসন মণ্ডলী বসানোর সিদ্ধান্ত নেয়।
Last Updated : Dec 7, 2020, 9:59 PM IST