পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কলকাতা পৌরনিগম নির্বাচনের দিনক্ষণ জানাতে 7 দিন সময় সুপ্রিম কোর্টের - 7 দিনের মধ্যে জানাতে হবে কলকাতা পৌরনিগম নির্বাচনের দিনক্ষণ

কলকাতা পৌরনিগমের ভোট করা নিয়ে দীর্ঘদিন ঘরে টালবাহানা চলছে ৷ কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, 7 দিনের মধ্যে কলকাতা পৌরনিগম নির্বাচনের দিনক্ষণ জানাতে হবে ৷ যদি তা না করা হয়, তাহলে শীর্ষ আদালত কলকাতা পৌরনিগমে নিজেই প্রশাসক বসাবে ৷ এই রায়ের পরে চাপে পড়ে গেল শাসকদল ৷

frihad Hakim
ফিরহাদ হাকিম

By

Published : Dec 7, 2020, 9:41 PM IST

Updated : Dec 7, 2020, 9:59 PM IST

কলকাতা,7 ডিসেম্বর : বিধানসভা নির্বাচনের আগেই কলকাতা পৌরনিগমের নির্বাচনের সম্ভাবনা। এদিন দেশের শীর্ষ আদালত কলকাতা পৌরনিগমের প্রশাসক সংক্রান্ত মামলার শুনানির রায় দিয়েছে। সাতদিনের মধ্যেই পৌর নির্বাচনের দিনক্ষণ জানাতে হবে কলকাতা পৌরনিগমকে। তবে যদি সাত দিনের মধ্যে কলকাতা পৌরনিগম নির্বাচনের দিনক্ষণ না জানাতে পারে তাহলে শীর্ষ আদালত কলকাতা পৌরনিগমে নিজেই প্রশাসক বসাবে । শীর্ষ আদালতের এমন রায় আসার পর কার্যত চাপে পড়ে গেল রাজ্য সরকার।

পৌর নির্বাচনের জন্য প্রস্তুত তৃণমূল, মন্তব্য ফিরহাদের
কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নথি পাওয়ার পর রাজ্য সরকারের শীর্ষস্তরের আলোচনা করা হবে। তারপর নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, পৌর নির্বাচনের জন্য প্রস্তুত তৃণমূল। যেকোনো দিন নির্বাচন হোক, তৃণমূলের কোনও সমস্যা নেই। এই মামলায় সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি 17 ডিসেম্বর। এদিন তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে । বিচারপতি সঞ্জয় কিষাণ কল, বিচারপতি দীনেশ মাহেশ্বরী ও বিচারপতি রীতেশ রায় ছিলেন এই ডিভিশন বেঞ্চে । রাজ্য সরকারের পক্ষে আইনজীবী ছিলেন অভিষেক মনু সিংভি ও ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় । কলকাতা পৌরনিগমের প্রশাসন বসানো বিরোধিতা করে এই মামলা করেছিলেন শরদ সিংহ ৷ তাঁর পক্ষে এই মামলায় আইনজীবী ছিলেন পিএস নরসিংহ।

আরও পড়ুন : রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি বিজেপির


কলকাতা পৌরনিগমের তৃণমূল পরিচালিত বোর্ডের মেয়াদ শেষ হওয়ার পর চলতি বছরের 4 জুন থেকে প্রশাসনিক মণ্ডলী কলকাতা পৌরনিগমের পরিচালনার দায়িত্বভার নেয়। কোরোনা পরিস্থিতিতে নির্বাচন করা সম্ভব নয় জানিয়ে রাজ্য সরকার কলকাতা পৌরনিগমের প্রশাসন মণ্ডলী বসানোর সিদ্ধান্ত নেয়।

Last Updated : Dec 7, 2020, 9:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details