কলকাতা, 16 ডিসেম্বর : হাতে আর মাত্র দু'দিন ৷ তারপরেই একুশের কলকাতা পৌর নির্বাচন (KMC Election 2021) ৷ সবদিক থেকে নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনা করতে দফায় দফায় বৈঠক করছে রাজ্য নির্বাচন কমিশন । শেষ মুহূর্তে পুলিশ প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করে সব ধরনের নিরাপত্তা সম্পর্কিত প্রস্তুতি সেরে নিল নির্বাচন কমিশন ।
শুক্রবার বিকেল পাঁচটার পর থেকে শুরু হচ্ছে সাইলেন্স জোন । কমিশন সূত্রে খবর, ভোটের দিন যাতে কোনও রকম অপ্রীতিকর কোনও ঘটনা না ঘটে তাই ইতিমধ্যেই শহরের বিভিন্ন প্রবেশ পথ-সহ গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে নিয়মিত চলছে নাকা চেকিং । সন্দেহ হলে গাড়ি থামিয়ে চলছে তল্লাশি । সংবেদনশীল এলাকা গুলিতে নিয়মিত নজরদারি জোরদার করা হয়েছে ।