পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

KMC Election 2021 : সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট করতে পুলিশকে নজরদারি বাড়ানোর নির্দেশ কমিশনের - state election commission on kmc election 2021

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন (KMC Election 2021) করাতে বদ্ধ পরিকর রাজ্য নির্বাচন কমিশন ৷ সেই জন্যেই বৈঠক করে রাজ্য পুলিশকে বিভিন্ন জায়গায় নজরদারি জোরদার করার নির্দেশ দিল কমিশন ৷

KMC Election 2021
রাজ্য নির্বাচন কমিশন

By

Published : Dec 16, 2021, 10:44 PM IST

কলকাতা, 16 ডিসেম্বর : হাতে আর মাত্র দু'দিন ৷ তারপরেই একুশের কলকাতা পৌর নির্বাচন (KMC Election 2021) ৷ সবদিক থেকে নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনা করতে দফায় দফায় বৈঠক করছে রাজ্য নির্বাচন কমিশন । শেষ মুহূর্তে পুলিশ প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করে সব ধরনের নিরাপত্তা সম্পর্কিত প্রস্তুতি সেরে নিল নির্বাচন কমিশন ।

শুক্রবার বিকেল পাঁচটার পর থেকে শুরু হচ্ছে সাইলেন্স জোন । কমিশন সূত্রে খবর, ভোটের দিন যাতে কোনও রকম অপ্রীতিকর কোনও ঘটনা না ঘটে তাই ইতিমধ্যেই শহরের বিভিন্ন প্রবেশ পথ-সহ গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে নিয়মিত চলছে নাকা চেকিং । সন্দেহ হলে গাড়ি থামিয়ে চলছে তল্লাশি । সংবেদনশীল এলাকা গুলিতে নিয়মিত নজরদারি জোরদার করা হয়েছে ।

কলকাতা পৌর নির্বাচনে স্পর্শকাতর ভোটকেন্দ্রের সংখ্যা 786 ও স্পর্শকাতর বুথের সংখ্যা 1139 । 50টি জায়গায় নাকা চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে ।
প্রতিটি বরো-তে 2টি করে অ্যাম্বুলেন্স রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । 12 থেকে 15 ডিসেম্বরের মধ্যে কমিশনের উদ্যোগে টিকা নিয়েছেন প্রায় 43356 জন মানুষ । মোট সংখ্যার প্রায় 8946 জন প্রথম ডোজ নিয়েছেন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন 34410 জন ।

আরও পড়ুন :KMC Election 2021: কেন্দ্রীয় বাহিনী নয়, কলকাতা পৌর ভোটের দায়িত্বে রাজ্য পুলিশ, নির্দেশ কলকাতা হাইকোর্টের

ABOUT THE AUTHOR

...view details