কলকাতা, 21 ডিসেম্বর: জনতার রায়ে বিজেপি ভোকাট্টা ৷ সিপিএম নো পাত্তা ৷ আর কংগ্রেস এই দুই দলের স্যান্ডউইচ ৷ কলকাতা পৌর নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করার পর এ ভাবেই বিরোধীদের কটাক্ষ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata on KMC Election 2021 Results)৷ তিনি বলেন, "এটা গণতন্ত্রের জয় ৷ এটাই জনাদেশ ৷ মানুষকে কৃতজ্ঞতা জানিয়ে মাথা নত করে কাজ করে যাব ৷"
বিধানসভা ভোটের ধারা অব্যাহত কলকাতা পৌর নির্বাচনেও ৷ বিরোধীদের অনেকটা পেছনে ফেলে বিরাট ব্যবধানে জয়ী তৃণমূল কংগ্রেস ৷ জনাদেশকে কৃতজ্ঞতা জানিয়ে উন্নয়নের বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee slams opposition)৷ কলকাতা পৌর নির্বাচনে বিরোধীদের ভরাডুবিকে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি ৷ বলেন, "জনতার রায়ে বিজেপি ভোকাট্টা, সিপিএম নো পাত্তা, আর কংগ্রেস হল বিজেপি ও সিপিএম-এর স্যান্ডউইচ ৷"
জাতীয় রাজনীতির ক্ষেত্রে এই জয়ের তাৎপর্য কতটা ? এই প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, "এটা অবশ্যই জাতীয় রাজনীতির ক্ষেত্রেও বড় জয় ৷ কারণ এখানে যারা বিরোধী, সিপিএম, বিজেপি, কংগ্রেস, তারা সবাই জাতীয় দল ৷ সবাই আমাদের কাছে হেরেছে ৷ এটাই জনাদেশ ৷ এই জনাদেশ আমাদের উন্নয়ন ও মানুষের জন্য কাজ করতে আরও সাহায্য করবে ৷"