কলকাতা, 19 ডিসেম্বর : কলকাতা পৌরনির্বাচনে (KMC election 2021) হিংসার ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে আগের নির্বাচনের হিংসার ঘটনা টেনে আনলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar casts his vote)৷ তবে ভোট চলাকালীন এ বারের হিংসা নিয়ে মন্তব্য এড়িয়ে গিয়েছেন তিনি ৷
Jagdeep Dhankhar on KMC election 2021: সস্ত্রীক ভোটদান রাজ্যপালের, তুললেন আগের নির্বাচনে হিংসার প্রসঙ্গ
কলকাতা পৌরনির্বাচনে (KMC election 2021) হিংসা নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রাজ্যপাল (Jagdeep Dhankar on KMC election 2021) জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar casts his vote)৷ তবে জবাবে আগের বিভিন্ন নির্বাচনে হিংসার প্রসঙ্গ তুলে আনেন তিনি ৷
আজ স্ত্রী সুদেশ ধনকড়কে নিয়ে ভোটদান করেন রাজ্যপাল (Jagdeep Dhankhar on KMC election 2021)৷ সেই সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে (Jagdeep Dhankhar unhappy with poll violence) তিনি বলেন, "প্রজাতান্ত্রিক ব্যবস্থায় শান্তিপূর্ণ ভোটদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ প্রজাতন্ত্র ব্যবস্থায় যাতে ভোটারদের মনে কোনও ভয় না-থাকে, সেটা নিশ্চিত করা অত্যন্ত আবশ্যিক ৷ রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে আমি দু'বার ডেকেছিলাম ৷ তাঁকে বলেছিলাম, ভোট যাতে শান্তিপূর্ণ হয়, ভয়হীন হয় এবং প্রশাসন যাতে সেখানে নাক গলায়, সেটা নিশ্চিত করতে ৷"
আগের নির্বাচনে হিংসা প্রসঙ্গ তুলে রাজ্যপাল বলেন, 2018 সালের পঞ্চায়েত ভোট, 2019 সালে লোকসভা ভোটে অনেক ঘটনা ঘটেছে ৷ সাম্প্রতিক বিধানসভা ভোট নিয়েও মানবাধিকার কমিশন অনেক কিছু বলেছে ৷ তবে এখন ভোট চলছে, তাই এ বিষয়ে তিনি আর কিছু বলতে চান না বলে জানান রাজ্যপাল ৷