কলকাতা, 28 নভেম্বর :আসন্ন কলকাতা পৌর নির্বাচনে (KMC Election 2021) আগামী 30 নভেম্বরই প্রার্থীদের মনোনয়ন পেশ করতে চায় বিজেপি ৷ সেই পরিকল্পনা মাফিকই প্রকাশ করা হবে দলের প্রার্থী তালিকা (BJP Candidate List) ৷ সেক্ষেত্রে রবিবারই আংশিক প্রার্থী তালিকা প্রকাশের একটা সম্ভাবনা রয়েছে ৷ এদিন একথা জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar on BJP Candidate List) ৷ একইসঙ্গে, ত্রিপুরা পৌর নির্বাচনে (Tripura Municipal Election 2021) বিজেপির জয়ের জন্য সেরাজ্যের মানুষকে ধন্যবাদও জানিয়েছেন সুকান্ত ৷
আরও পড়ুন :KMC Election 2021 : বামেদের জোট প্রস্তাবে সায় না-দিয়ে প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের
প্রসঙ্গত, ত্রিপুরায় অধিকাংশ আসনেই জয়ী হয়েছে বিজেপি ৷ তবে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তৃণমূল কংগ্রেস ৷ এর প্রভাব কলকাতার পৌরভোটে পড়বে কিনা, তা নিয়েও প্রশ্ন করা হয় সুকান্তকে ৷ জবাবে তিনি বলেন, ‘‘ত্রিপুরার ভোটের প্রভাব যদি কলকাতায় পড়ে, তবে তা বিজেপির পক্ষেই পড়বে ৷’’