কলকাতা,19 জুন: সম্প্রতি কলকাতার মেটিয়াবুরুজ এলাকায় নিকাশি নালা থেকে পাওয়া গিয়েছে পোলিয়ো জীবাণু । সেই তথ্য সামনে আসতে তোলপাড় পড়ে যায় কলকাতায় । শুরু হয় রাজনৈতিক চাপানউতর । এবার শহরে শিশু ও অভিভাবকদের পোলিয়ো টিকা-সহ অন্যান্য টিকা দেওয়া নিয়ে উৎসাহিত করতে খোদ কলকাতার ডেপুটি মেয়র তথা স্বাস্থ্য বিভাগের দায়িত্বে থাকা মেয়র পারিষদ অতীন ঘোষ(KMC Deputy Mayor Atin Ghosh) নিজেই মাঠে নামলেন ।
রবিবার সকালে কলকাতা পৌরনিগমের(Kolkata Municipal Corporation) 11 নম্বর ওয়ার্ডের নারীশিক্ষা মন্দির স্কুলে পোলিয়ো টিকার সেন্টারে (Polio centre) হাজির হন অতীন ঘোষ । তিনি নিজে হাতে কয়েকটি শিশুকে পোলিয়ো প্রতিষেধক ড্রপ মুখে দিয়ে দেন । তিনি বলেন, "সমস্ত ধরনের টিকাকরণ কর্মসূচি যাতে নিয়মিত ঠিকঠাক চলে, তা নজরদারি করা হচ্ছে । প্রতিটা শিশুকে টিকাকরণ কর্মসূচির আওতায় আনতে হবে । কেউ যাতে বাদ না যায় সেটা আমরা লক্ষ্য করছি । অভিভাবকদের উৎসাহিত করছি ।"