কলকাতা, 17 নভেম্বর : ছটপুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে কলকাতা শহর ও শহরতলিতে। ইতিমধ্যেই কলকাতা পৌরনিগম ও KMDA যৌথভাবে কৃত্রিম জলাশয় তৈরির কাজ শুরু করে দিয়েছে। কলকাতা পৌরনিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য দেবাশিস কুমার জানিয়েছেন, এবছর কলকাতায় গত বছরের তুলনায় বেশি গঙ্গার ঘাট ও কৃত্রিম জলাশয় তৈরি করা হচ্ছে। এবছর প্রায় 130 থেকে 132টি গঙ্গার ঘাট ও কৃত্রিম জলাশয় তৈরি করা হচ্ছে ছটপুজোর জন্য। গঙ্গা ঘাট ছাড়াও প্রায় 55 টি কৃত্রিম জলাশয় তৈরি করা হয়েছে। গতবছরের থেকে প্রায় 15 টি বেশি কৃত্রিম জলাশয় তৈরি করেছে কলকাতা পৌরনিগম ও KMDA ।
গঙ্গার ঘাট ও কৃত্রিম জলাশয়গুলিতে পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থা করা হয়েছে। কোরোনা বিধি মেনে যাতে ঘাটগুলিতে পূজা-অর্চনা হয় তার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। মাস্ক ছাড়া ঘাটে যেতে দেওয়া হবে না পুণ্যার্থীদের। কলকাতা পৌরনিগমের তরফে প্রত্যেকটি ঘাটে মাস্ক বিলি করা হবে। ঘাটগুলিতে শৌচালয়ের ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকটি ঘাটেই মহিলাদের পোশাক পরিবর্তনের আলাদা জায়গা করা হচ্ছে। সেই সঙ্গে থাকছে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা। কোনও ঘাটে যাতে অতিরিক্ত ভিড় না হয়, তার জন্য ব্যবস্থা করা হয়েছে।
ছটপুজোর জন্য কৃত্রিম জলাশয় তৈরি করছে কলকাতা পৌরনিগম - artificial reservoir
ছটপুজোর জন্য কৃত্রিম জলাশয় তৈরি করছে কলকাতা পৌরনিগম ও KMDA ৷ এবছর প্রায় 130 থেকে 132টি গঙ্গার ঘাট ও কৃত্রিম জলাশয় তৈরি করা হচ্ছে ছটপুজোর জন্য।
কৃত্রিম জলাশয় তৈরি করছে কলকাতা পৌরনিগম
কলকাতা পৌরনিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য দেবাশিস কুমার জানিয়েছেন, পুণ্যার্থীদের যাতে কোনও অসুবিধে না হয় তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ এর পাশাপাশি যাতে কোরোনা বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে পুজো অর্চনা করা হয় সেই বিষয়ে লক্ষ্য রাখা হবে।