পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

KMC : পুজোর আগে শহরের রেস্তরাঁগুলির খাবারের গুণগত মান পরিদর্শনে কলকাতা পৌরনিগম - KMC : পুজোর আগে শহরের খাদ্যের গুণগত মান পরিদর্শনে কলকাতা পৌরনিগম

দুর্গাপুজোর আগেই শহরের হোটেল-রেস্তোরাঁগুলির খাদ্যের গুণগত মান যাচাইয়ে অভিযান নামল কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation- KMC) ৷

KMC food inspection
KMC food inspection

By

Published : Oct 9, 2021, 7:25 AM IST

Updated : Oct 9, 2021, 8:38 AM IST

কলকাতা, 9 অক্টোবর : উৎসবের মোডে গোটা শহর ৷ আর বাঙালির উৎসব মানেই জমিয়ে পেটপুজো ৷ পুজোয় চারদিন অধিকাংশ মানুষ ঠাকুর দেখতে বেরিয়ে বাইরেই খাওয়া-দাওয়া করেন । শহরের পাঁচতারা হোটেল থেকে রাস্তার ধারে ছোটখাটো ফুড স্টলগুলিতে থাকে উপচে পড়া ভিড় ৷ তাই তৃতীয়ার থেকে কলকাতা শহরের হোটেল-রেস্তোরাঁগুলির খাদ্যের গুণমান যাচাই করতে অভিযান শুরু করল কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation- KMC) । এই সময়ে খাবারে ভেজাল মেশানোর আশঙ্কা সবথেকে বেশি থাকে । তা রুখতেই এই অভিযান ৷

শুক্রবার বাইপাসের ধারে নামীদামি রেস্তোরাঁগুলোতে অভিযান চালান কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা । হোটেল-রেস্তোরাঁগুলি থেকে রান্নায় ব্যবহৃত উপাদানগুলি সংগ্রহ করা হয় । সঙ্গে সঙ্গেই পৌরনিগমেরই ভ্রাম্যমাণ ফুড টেস্টিং ল্যাবরেটরিতে সেগুলি পরীক্ষাও করা হয় । পৌরনিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য তথা স্বাস্থ্য বিভাগের প্রধান অতীন ঘোষের নেতৃত্বে এই অভিযান চালানো হয় ৷ বাইপাসের ধারে প্রায় 120টি হোটেল-রেস্তোরাঁর খাদ্যের গুণমান যাচাই করা হয় ৷ অতীন ঘোষ জানান, দু'টি রেস্তোরাঁর রিপোর্ট অসন্তোষজনক ৷ প্রথম ধাপে তাদের সতর্ক করা হবে । এরপরও যদি তারা ভুল সংশোধন না করে তাহলে নোটিস পাঠিয়ে পদক্ষেপ নেওয়া হবে ৷

রেস্তোরাঁগুলি থেকে নমুনা সংগ্রহ করে সেগুলি তৎক্ষণাৎ পরীক্ষা করা হয়

কলকাতা পৌরনিগমের সূত্রে খবর, আগামী দিনেও শহরে এই অভিযান চলবে ৷ শহরের সব হোটেল-রেস্তোরাঁ থেকে ফুটপাতের ধারে খাবারের দোকানগুলি থেকে নমুনা সংগ্রহ করার পরে তা ল্যাবরেটরিতে পরীক্ষা করা হবে । খাবারের গুণগত মান ঠিক না থাকলে সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে । এইসব হোটেল-রেস্তোরাঁগুলিকে জরিমানাও করা হবে ।

আরও পড়ুন : Kolkata Metro Rail : পুজোয় পাতালপথের নিরাপত্তায় একাধিক ঘোষণা মেট্রো কর্তৃপক্ষের

Last Updated : Oct 9, 2021, 8:38 AM IST

ABOUT THE AUTHOR

...view details