পশ্চিমবঙ্গ

west bengal

Firhad Hakim on Drainage System : মেট্রোর কাজের জন্য বন্ধ খালে নিকাশি নিয়ে উদ্বেগ, নবান্নের দ্বারস্থ কেএমসি

By

Published : Apr 29, 2022, 10:41 AM IST

মেট্রো রেলের কাজের জন্য বাইপাসের উপরে টিপি ক্যানেলের সিসি 1, বিবি 1 ও বিবি 2 অংশগুলি কয়েক বছর ধরে আংশিক ভাবে বুজিয়ে রেখেছে এমআরসিএল (MRCL) ৷ যার ফলে গত দু’বছর ধরে বর্ষায় জলমগ্ন হয়ে পড়ছে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশ ৷ এখনও ওই অংশের কাজ শেষ না হওয়ায়, এ বার মুখ্যসচিবের মাধ্যমে এমআরসিএল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় যাচ্ছে কলকাতা পৌরনিগম (KMC Asks Help from Nabanna to Clear Blockage in TP Cannel of EM Bypass) ৷

KMC Asks Help from Nabanna to Clear Blockage in TP Cannel of EM Bypass
KMC Asks Help from Nabanna to Clear Blockage in TP Cannel of EM Bypass

কলকাতা, 29 এপ্রিল :মেট্রোর কাজের জন্য কলকাতা শহরের বেশ কয়েকটি খাল আংশিক বুজিয়ে দেওয়া হয়েছে ৷ ফলে বর্ষায় শহরে জল নিকাশিতে সমস্যা হতে পারে ৷ যা নিয়ে উষ্মাপ্রকাশ করলেন মেয়র ফিরহাদ হাকিম ৷ তিনি অভিযোগ করলেন, এমআরসিএল-কে বারবার বলেও কোনও লাভ হয়নি ৷ মেট্রো রেলের কাজ দীর্ঘদিন ধরে চলছে ৷ আর তার জেরে টিপি ক্যানেলের সিসি 1, বিবি 1 ও বিবি 2 এই অংশগুলি আংশিক বুজিয়ে দিয়েছে এমআরসিএল (KMC Asks Help from Nabanna to Clear Blockage in TP Cannel of EM Bypass) ৷ বর্ষার আগে সেগুলি খুলে না দিলে দক্ষিণ কলকাতা-সহ বাইপাস সংলগ্ন বহু এলাকা ফের জল যন্ত্রণার কবলে পড়বে ৷

এ দিন কলকাতা পৌরনিগমে সাংবাদিক বৈঠকে মেয়র ফিরহাদ হাকিম জানান, মেট্রো রেলের কাজের জন্য কলকাতার নিকাশি ব্যবস্থার অন্যতম টিপি ক্যানেলের সিসি 1, বিবি1 ও বিবি2 আংশিক ভাবে বুজিয়ে দিয়েছে এমআরসিএল ৷ এর ফলে বর্ষা এলে লেক গার্ডেন্স, যোধপুর পার্ক, বোসপুকুর, রুবি-সহ দক্ষিণ কলকাতা ও বাইপাসের একটি বিস্তীর্ণ অংশ জলমগ্ন হয়ে পড়বে ৷ শহরের ওই অংশের জল নামতে অনেক সময় লাগবে ৷

মেয়র জানিয়েছেন, এ নিয়ে গত বছর এমআরসিএল (MRCL)-এর সঙ্গে বৈঠক করেছিলেন তিনি ৷ সেই সময় মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছিল, খালের ওই অংশের কাজ 6-7 মাসের মধ্যে শেষ হয়ে যাবে ৷ তার পর দ্রুত খাল পরিষ্কার করে দেওয়া হবে ৷ কিন্তু, প্রায় বছর ঘুরে গেলেও, না শেষ হয়েছে মেট্রোর কাজ ৷ আর না পরিষ্কার হয়েছে খালের বুজিয়ে দেওয়া অংশ ৷ তাই এ বার আর সরাসরি নয়, রাজ্যের মুখ্যসচিবের মাধ্যমে এমআরসিএল-এর সঙ্গে এ নিয়ে আলোচনা করতে চাইছে কলকাতা পৌরনিগম ৷

আরও পড়ুন : Metro station gets new look: ব্র্যান্ডিংয়ের ছোঁয়ায় নয়া সাজে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন

বৃহস্পতিবার মেয়র নিজে মুখ্যসচিবের সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠক করেছেন ৷ যাতে উচ্চপর্যায়ের বৈঠকে করে বর্ষার আগেই দ্রুত খালগুলি খুলে দেওয়া যায় ৷ মেয়র এ নিয়ে জানিয়েছেন, রাজ্যে বর্ষা আসতে এখনও অন্তত দু’মাস সময় আছে ৷ তার মধ্যে নিকাশি ব্যবস্থা ঠিক না হলে কলকাতাকে ফের জল যন্ত্রণায় ভুগতে হবে ৷ এর জন্য এমআরসিএল-কে একহাত নেন ফিরহাদ ৷

মেট্রোর কাজের জন্য আংশিক বন্ধ টিপি ক্যানেল, নবান্নের দারস্থ কেএমসি

আরও পড়ুন : Technical Problems in Dalian Rake : ট্রায়াল রানে একাধিক যান্ত্রিক ত্রুটি, অন্ধকারে কলকাতা মেট্রোর ডালিয়ান রেকের ভবিষ্যৎ

এ বিষয়ে কলকাতা মেট্রো রেলের ডেপুটি জেনারেল ম্যানেজার ও মুখ্য জনসংযোগ আধিকারিক প্রত্যুষ ঘোষ জানিয়েছেন, ‘‘ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ প্রায় শেষ হয়ে এসেছে ৷ নোনাডাঙার কাছে ছ’টি স্তম্ভ তৈরি করার জন্য একটা এনক্রোচমেন্ট হয়েছে ৷ যেটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ৷ তার পর খালটি পরিষ্কার হয়ে যাবে ৷ বর্ষার আগেই সব কাজ শেষ হয়ে যাবে (TP Cannel will Clear Before Monsoon Says Metro Rail Authority) ৷ তাই বর্ষার সময় জল জমলে কোনওরকম জল নিকাশির সমস্যা হবে না ৷’’ তিনি এও জানান, ঋত্বিক ঘটক স্টেশনের কাছে বিবি ক্যানেলে এখনও কিছুটা কাজ চলছে ৷ আর সেই কাজও খুব দ্রুত শেষ করে খালটি পরিষ্কার করে দেওয়া হবে ।

ABOUT THE AUTHOR

...view details