পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

KK Demise : কে কে নেই, শুধু রয়ে গেল শেষ গানের তালিকা - হাম রাঁহে ইয়া না রাঁহে কাল

নজরুল মঞ্চে কে কে রেখে গেলেন তাঁর গাওয়া শেষ 20টি গানের তালিকা (song list of KK)৷ প্রেম থেকে বিচ্ছেদ জীবনের প্রত্যেকটা সময়ের গান খুঁজলে পাওয়া যাবে এই লিস্টে (KK Demise)৷

KKs last concert in Nazrul Mancha at Kolkata
KK Demise

By

Published : Jun 1, 2022, 6:13 PM IST

Updated : Jun 1, 2022, 6:41 PM IST

কলকাতা, 1 জুন : হাম রাঁহে ইয়া না রাঁহে কাল, কাল ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল...

সত্যিই পড়ে রইল শুধু স্মৃতিগুলো ৷ মঙ্গলবার সন্ধ্যায় যে গানগুলি গেয়ে দর্শকদের মাতিয়ে রেখেছিলেন কে কে ৷ বুধবার দুপুরে নজরুল মঞ্চে পড়ে রয়েছেে শুধু গানের তালিকা ৷ গায়ক আর নেই ৷ তালিকায় যে 20টি গান রয়েছে সেগুলো আর কোনও দিনই শোনা যাবে না তাঁর কণ্ঠে (KKs last concert in Nazrul Mancha at Kolkata)৷

তাই নজরুল মঞ্চে গাওয়া কে কে-র গানগুলির সঙ্গে গতকালের মুহূর্তগুলি বারবার মিলিয়ে দেখছেন অনুরাগীরা ৷ যেমন পল অ্যালবাম থেকে তাঁর গাওয়া শেষ গানটি হাম রাঁহে ইয়া না রাঁহে কাল, কাল ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল...৷ কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুল জীবনের বিদায়বেলায় এই গান দিয়েই শেষ হয় একটি অধ্যায় ৷ কিন্তু মঙ্গলবার সন্ধ্যায় এই গান গেয়েই শেষ হল কে কে-র জীবনের অধ্যায় ৷

দিন কয়েক আগেও পরিস্থিতিটা এমন ছিল না ৷ কলকাতায় কে কে-র অনুষ্ঠান আসার খবর শুনে সকলের মনে ঘণ্টি বেজে উঠেছিল ৷ শহরবাসী জানত কে কে-র এন্ট্রি হবে ধামাকাদার ৷ হয়েও ছিল, মাতিয়ে রেখেছিলেন মঞ্চ ৷ কলেজের অনুষ্ঠানে সবাই গলা জোরাজুরি করে ইয়ারোঁ দোস্তি বড়ি হি হাসিন হ্যায়... গাইছিল কে কে-র সঙ্গে ৷ শেষ হলেও কে কে-র গান থেকে মন ভরছিল না কলকাতাবাসীর ৷ তাঁরা যেতে দিতে চাইছিল না প্রিয় গায়ককে ৷ হয়তো তাঁরা বলতে চেয়েছিল অভি অভি তো মিলে হো, অভি না কারো ছুটনে কি বাত...কিন্তু সব বন্ধন ছিন্ন করে তিনি চলে গেলেন সুরের দেশে ৷ যেখানে হয়তো আর কোনও বাঁধন থাকবে না, তাঁকে গাইতে হবে না এই গানগুলি ৷

কলকাতায় কে কে-র যে যে গানগুলো গাইবেন তার একটা লিস্ট করে ছিলেন তিনি ৷ আর তাঁর শেষ গান হিসাবে ছিল পল গানটি ৷ নয়-এর দশকের ছেলেমেয়ের কাছে কে কে ছিল আবেগ ৷ তাঁর প্রত্যেকটা গানের মধ্যে ছিল প্রেমের সম্ভার ৷ সেরকমই 20টা গান নিয়ে তিনি হাজির হয়েছিলেন সিটি অফ জয় কলকাতায় ৷ শেষ অনুষ্ঠানে নজরুল মঞ্চে কে কে-র গাওয়া গানের তালিকায় ছিল : 1) তু আশিকি হে... 2) কেয়া মুঝে... 3) দিল ইবাদত... 4) মেরে বিনা... 5) লাবকো... 6) তুহি মেরি সাব... 7) আজাব সি... 8) আভি আভি... 9) এম পি থ্রী... 10) টু জো মিলা... 11) ইয়ারো... 12) খুদা জানে... 13) যারা সি... 14) আশায়ে... 15) ডন... 16) তু নে মারি এন্ট্রি... 17) দেশি বয়জ... 18) ডিস্কো... 19) কহি ক্যাহে... 20) পল...এই গানগুলি ৷

আরও পড়ুন :Musical Journey of KK: বিদায় বেলায় ফিরে দেখা কে কে'র সঙ্গীত জীবন

প্রেম থেকে বিচ্ছেদ জীবনের প্রত্যেকটা সময়ের গান খুঁজলে পাওয়া যাবে এই লিস্টে ৷ সেই গানগুলি চাইলেই শুনতে পারবেন শ্রোতারা কিন্তু গাইতে পারবেন না কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কে কে ৷

Last Updated : Jun 1, 2022, 6:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details