কলকাতা, 13 অক্টোবর: 1987 সালে আজকের দিনেই অর্থাৎ 13 অক্টোবর দেশবাসীকে কাঁদিয়ে প্রয়াত হন কিংবদন্তি সঙ্গীতশিল্পী আভাস কুমার গঙ্গোপাধ্যায় ৷ সবার প্রিয় কিশোর কুমার (Kishore Kumar)৷ মাত্র 58 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে জীবনাবসান হয় অভিনেতা-শিল্পীর (Kishore Kumar Death Anniversary)৷ নিজের মৃত্যুর সম্পর্কে নাকি তাঁর ষষ্ঠ ইন্দ্রিয় কাজ করেছিল ৷ 2002 সালে একটি সাক্ষাৎকারে এমনই দাবি করেছিলেন তাঁর সুপুত্র তথা সঙ্গীতশিল্পী অমিত কুমার (Amit Kumar)৷
1929 সালের 4 অগস্ট জন্ম হয় কিশোর কুমারের ৷ আগের একটি সাক্ষাৎকারে অমিত কুমার তাঁর বাবার চতুর্থ বিয়ের প্রসঙ্গ টেনে আনেন ৷ জানান, অভিনেত্রী লীনা চন্দ্রভারকরকে স্ত্রী হিসেবে পেয়ে খুব খুশি ছিলেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী ৷ 1980 সাল থেকে 1987 সাল পর্যন্ত ছিল তাঁদের বিবাহিত জীবন ৷ সাক্ষাৎকারে অমিত জানান, যেদিন কিশোরের মৃত্যু হয় সে দিন তিনি রসিকতা করে বলেছিলেন যে তাঁর হার্ট অ্যাটাক হয়েছে ৷
অমিত জানান, "তাঁর মৃত্যু নিয়ে হয়তো তাঁর ষষ্ঠ ইন্দ্রিয় কাজ করত...সেই দিন তিনি সুমিতকে (অমিতের সৎ ভাই) সাঁতারে যাওয়ার অনুমতি দেননি ৷ কানাডা থেকে আমার বিমান ঠিক সময়ে এসে পৌঁছবে কি না, তা নিয়ে খুব উদ্বিগ্ন ছিলেন ৷ তাঁর হার্ট অ্যাটাকের লক্ষণ দেখা দিয়েছিল ৷ তবে রসিকতা করে তিনি বলেন, আমরা যদি ডাক্তারকে ডাকি তাহলে তাঁর হার্ট অ্যাটাক হবে ৷ লীনার সঙ্গে হাসতে হাসতে কথা বলছিলেন তিনি ৷ তখন হঠাৎই পড়ে যান ৷ লীনা প্রথমে ভাবেন যে তিনি প্র্যাংক করছেন ৷"
আরও পড়ুন:কিশোর কুমারের বাংলো ভাড়া নিয়ে খুলছে বিরাট রেস্তোরাঁ
পঞ্চাশের দশক থেকে দীর্ঘ সময় সিনেপ্রেমীদের মনে রাজত্ব করে গিয়েছেন কিশোর কুমার ৷ দেব আনন্দ, রাজেশ খান্না থেকে অমিতাভ বচ্চন - বলিউডের তাবড় অভিনেতারা কেরিয়ারে কয়েক ধাপ এগিয়ে গিয়েছেন কিশোর কুমারের সৌজন্যে ৷ এক লড়কি ভিগি-ভাগিসি, আনেওয়ালা পল, কোই হোতা জিসকো আপনা, মেরে সপনো কি রানি, ও সাথী রে, চিঙ্গারি কোই ভড়কে, কুছ তো লোগ কহেঙ্গে - এমনই অগুনতি সুপারহিট গান শ্রোতাদের উপহার দিয়েছেন কিশোর কুমার ৷ তাঁর প্রয়াণ দিবসে আমাদের তরফ থেকেও রইল শ্রদ্ধা ৷