কলকাতা, 13 জানুয়ারি : সিনেমায় নাটকের প্রভাব । এই ছিল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আজকের সিনে আড্ডায় আলোচনার বিষয় । আড্ডার সঞ্চালনা করেন চৈতী ঘোষাল । ছিলেন রজতাভ দত্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, দেবেশ চট্টোপাধ্যায় ও দেবশংকর হালদার ।
অভিনেতা সব্যসাচী চক্রবর্তী খুব ছোট হলেও খুব সুন্দরভাবে বললেন,"থিয়েটার শ্রুতি প্রধান । সিনেমা দৃশ্য প্রধান ।" বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ও অভিনেতা দেবশংকর হালদার বললেন,"বরাবর আমরা মঞ্চে কাজ করেছি তাই মঞ্চে কাজ করতে গিয়ে মনে হয়েছে যে মাধ্যাকর্ষণ শক্তিকে ভুলে যেন আমি মঞ্চে উঠতে পারি ।" নাটকের মানুষ যখন সিনেমায় অভিনয় করেন তা ঠিক কেমন হতে পারে সে কথা বলতে গিয়ে তিনি উৎপল দত্ত ও অশোক মুখোপাধ্যায়ের বেশ কয়েকটি মজার গল্প করেন ।