পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

আই লিগ সাফল্যের রহস্য ভাঙলেন ভিকুনা

আই লিগ জয়ে কোচ কিবু ভিকুনা দলের পারফরমেন্সে বিদেশি ফুটবলারদের অবদানকে স্বীকার করছেন।

kibu vikuna
কিবু ভিকুনা

By

Published : Mar 13, 2020, 11:08 PM IST

Updated : Mar 13, 2020, 11:27 PM IST

কলকাতা,13 মার্চ : বিদেশি ফুটবলারদের দাপুটে পারফরমেন্স আই লিগ জয় সুগম করেছে। সদস্য সমর্থকরা আনন্দে উদ্বেল। কোচ কিবু ভিকুনা দলের পারফরমেন্সে বিদেশি ফুটবলারদের অবদানকে স্বীকার করছেন।একই সঙ্গে দলের জুনিয়র ফুটবলারদের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। তারুণ্য এবং অভিজ্ঞতার মিশ্রণ দলের ভালো খেলার রেসিপি বলে মনে করেন। একই সঙ্গে সাফল্যের তিনটি কারণ ব্যাখ্যা করেছেন।

মোহনবাগান কোচের দায়িত্ব নেওয়ার সময় ভালো ফুটবলার চায় বলেছিলেন । একই সঙ্গে অ্যাকাডেমির প্রতিভাবান ফুটবলার রাখার কথাও বাগান ম্যানেজমেন্টকে বলেছিলেন । শেখ সাহিল, শুভ ঘোষ, নওরেমদের ধারাবাহিক ভালো ফুটবল কিবু ভিকুনার ঠোঁটে হাসি ফুটিয়েছে । দলের জুনিয়র ফুটবলারদের ভালো খেলার আগ্রাসী মনোভাব দেখে মুগ্ধ তিনি । মনে করেন এই ফুটবলারদের মধ্যে তারকা হওয়ার মশলা রয়েছে । সাফল্যের তিন কারন বলেছেন কিবু ভিকুনা । এবং এই কারনেই মোহনবাগান অন্যদের টেক্কা দিয়েছে বলে মনে করেন।

কিবু ভিকুনা

ডার্বির কথা মাথায় রেখে ফুটলারদের খোলামনে খেলা উপভোগ করার কথা বলেছেন তিনি । শুক্রবার বিকেলে মোহনবাগান আই লিগের বাকি ম্যাচের প্রস্তুতি শুরু করল । কিন্তু কোরোনা ভাইরাসের প্রভাব ক্রীড়াজগত জুড়ে । তবে যাবতীয় পরিস্থিতির জন্যে দলকে তৈরি রাখছেন আই লিগ চ্যাম্পিয়ন কোচ ।

Last Updated : Mar 13, 2020, 11:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details