পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

সন্ত্রাসবাদী নন, ক্ষুদিরাম বসু বিপ্লববাদী ; সংশোধিত বই পাঠানো হল মুদ্রণে - সিলেবাস রিভিশন কমিটি

আজ জানা গেছে, ক্ষুদিরাম বসুর সন্ত্রাসবাদী আখ্যা ঘোচানো হয়েছে । সম্প্রতি এটি ও অন্যান্য পাঠ্যবইয়ে কয়েকটি ভুল চিহ্নিত করে রিপোর্ট জমা দিয়েছে সিলেবাস রিভিশন কমিটি । সেই রিপোর্টের সুপারিশ অনুযায়ী সন্ত্রাসবাদীর বদলে 'বিপ্লববাদী' আখ্যা দেওয়া হয়েছে । তাঁকে স্বাধীনতা সংগ্রামের বিপ্লবী ক্ষুদিরাম বলে উল্লেখ করা হয়েছে । ইতিমধ্যেই পাঠ্যবইয়ে তা সংশোধন করে মুদ্রণের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে ।

Khudiram Bose
বিকাশ ভবন

By

Published : Dec 5, 2019, 10:45 PM IST

কলকাতা, 5 ডিসেম্বর : অবশেষে বহু আলোচনার পর ঘুচল ক্ষুদিরাম বসুর সন্ত্রাসবাদী তকমা । ইতিমধ্যেই বই সংশোধন করে পাঠিয়ে দেওয়া হয়েছে মুদ্রণের জন্য । সংশোধিত বইয়ে ক্ষুদিরাম বসুকে 'বিপ্লববাদী' আখ্যা দেওয়া হয়েছে । এমনই জানাচ্ছেন সিলেবাস রিভিশন কমিটির চেয়ারম্যান জীবন মুখোপাধ্যায় ।

মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস এইটের 'অতীত ও ঐতিহ্য' নামের পাঠ্যবইয়ে 'বিপ্লবী সন্ত্রাসবাদ' অধ্যায়ে ক্ষুদিরাম বসুর নামের উল্লেখ থাকায় সমালোচনার ঝড় উঠেছিল গোটা রাজ্যে । বিধানসভাতেও এই বিষয়ে সরব হয় বাম ও কংগ্রেস । তারপরই মুখ্যমন্ত্রীর নির্দেশে পাঠ্যপুস্তকের ভুল সংক্রান্ত বিষয়গুলিকে খতিয়ে দেখার জন্য তৈরি করা হয় সিলেবাস রিভিশন কমিটি । ইতিহাসবিদ জীবন মুখোপাধ্যায়ের নেতৃত্বে এই কমিটি গঠন হওয়ার পর থেকে একাধিকবার বৈঠকে বসেছে । শেষ বৈঠকটি হয় নভেম্বরের‌ প্রথম সপ্তাহে । জানা গেছিল, সেখানেই সন্ত্রাসবাদী শব্দটি বাদ দেওয়ার পক্ষে মত দিয়েছিলেন কমিটির সকলেই । সন্ত্রাসবাদীর বদলে বিপ্লবী কার্যকলাপ শব্দগুচ্ছ ব্যবহার করার একটি প্রস্তাবও রাখা হয়েছিল ওই বৈঠকে । তারপরই জানা গেছিল, এ বিষয়ে শীঘ্রই রিপোর্ট জমা দেবে সিলেবাস রিভিশন কমিটি । সেই রিপোর্টেই সন্ত্রাসবাদীর বদলে বিপ্লবী কার্যকলাপ শব্দগুচ্ছ রাখার সুপারিশ করা হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ।

এটিই সেই বিতর্কিত বইয়ের পৃষ্ঠা (2/2

আজ জানা গেছে, ক্ষুদিরাম বসুর সন্ত্রাসবাদী আখ্যা ঘোচানো হয়েছে । সম্প্রতি এটি ও অন্যান্য পাঠ্যবইয়ে কয়েকটি ভুল চিহ্নিত করে রিপোর্ট জমা দিয়েছে সিলেবাস রিভিশন কমিটি । সেই রিপোর্টের সুপারিশ অনুযায়ী সন্ত্রাসবাদীর বদলে 'বিপ্লববাদী' আখ্যা দেওয়া হয়েছে । তাঁকে স্বাধীনতা সংগ্রামের বিপ্লবী ক্ষুদিরাম বলে উল্লেখ করা হয়েছে । ইতিমধ্যেই পাঠ্যবইয়ে তা সংশোধন করে মুদ্রণের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে । সিলেবাস রিভিশন কমিটির চেয়ারম্যান জীবন মুখোপাধ্যায় বলেন, "ওটা উঠিয়ে দিয়ে বিপ্লববাদী করা হয়েছে । রিপোর্ট দেওয়া হয়েছে এবং সেটাই মুদ্রণের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে সংশোধন করে । অন্যান্য বইয়ে আরও কিছু কিছু ভুল নিয়ে আমরা রিপোর্ট পাঠিয়েছি।"

ABOUT THE AUTHOR

...view details