নিউটাউন, 4 জুন : নিউটাউন থেকে বিপুল পরিমাণ জাল নোট-সহ এক ব্যক্তিকে গ্রেফতার হল ৷ গ্রেফতার করল ইকোপার্ক থানার পুলিশ ৷ ধৃতের নাম কামাল রশিদ খান ৷ ধৃত ব্যক্তি কর্মসূত্রে এই এলাকায় এলেও আদতে জম্মু-কাশ্মীরের বাসিন্দা ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিউটাউনের পেঁচার মোড় লাগোয়া একটি হোটেল থেকে গ্রেফতার করা হয় কামাল রশিদ খানকে ৷ তার কাছ থেকে মোট 8 লাখ 90 হাজার টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ ৷
পুলিশ সূত্রে খবর, বেঙ্গল এসটিএফ ও ইকোপার্ক থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে, এক ব্যক্তি নিউটাউনে জাল নোট নিয়ে একটি হোটেলে এসে রয়েছে ৷ সেই মতো খোঁজ চালিয়ে বৃহস্পতিবার রাতে নিউটাউনের পেঁচার মোড় লাগোয়া এলাকা থেকে ওই যুবককে পাকড়াও করা হয় ৷