পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Kasba Vaccination Controversy : সিবিআই তদন্তের দাবিতে জনস্বার্থ মামলা গ্রহণ হাইকোর্টের, কাল শুনানি - কসবা

কসবা টিকা কেলেঙ্কারিতে রুজু জনস্বার্থ মামলা ৷ সিবিআই তদন্তের দাবিতে জনস্বার্থ মামলাটি গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট ৷ শুনানি হবে আগামিকাল অর্থাৎ বুধবার ৷

Kasba Vaccine Controversy : Calcutta High Court accepts PIL demanding CBI investigation
Kasba Vaccine Controversy : সিবিআই তদন্তের দাবিতে করা জনস্বার্থ মামলা গ্রহণ করল হাইকোর্ট, কাল শুনানি

By

Published : Jun 29, 2021, 3:44 PM IST

Updated : Jun 29, 2021, 5:28 PM IST

কলকাতা, 29 জুন :কসবা টিকা কেলেঙ্কারিতে রুজু হল জনস্বার্থ (PIL) মামলা ৷ সূত্রের খবর, সিবিআই (CBI) তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা রুজু করা হয়েছে ৷ আদালত সেই মামলা গ্রহণও করেছে ৷ বুধবার, অর্থাৎ আগামিকালই মামলার প্রথম শুনানির দিন ধার্য করা হয়েছে ৷

আদালত সূত্রে জানা গিয়েছে, কসবা টিকা কেলেঙ্কারিতে সিবিআই তদন্তের দাবিতে আগেই কলকাতা হাইকোর্টে রুজু হয়েছিল একাধিক জনস্বার্থ মামলা ৷ সেই মামলাই এবার গ্রহণ করল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷ এই ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে গত 25 জুন কলকাতা হাইকোর্টে প্রথম মামলাটি করেন সন্দীপন দাস নামে এক আইনজীবী। গোটা রাজ্যে করোনার টিকাকরণ নিয়ে একটি নির্দিষ্ট গাইডলাইনও তৈরি করে দেয়ার আর্জি জানান তিনি ৷

এরই পাশাপাশি, সোমবার তাপস মাইতি নামে আরও এক আইনজীবী এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে মামলা করেন ৷ অন্যদিকে, বিজেপি যুব মোর্চার নেতা তরুণজ্যোতি তিওয়ারিও সিবিআই তদন্তের দাবিতে একটি মামলা করেন। প্রসঙ্গত, কসবার ঘটনার আগে মহারাষ্ট্রের মুম্বইতেও ভুয়ো টিকাকরণের ঘটনা ঘটে ৷ এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, সেই অনুযায়ী, কলকাতায় ভুয়ো টিকাকরণের শিকার হয়েছেন দেড় হাজারেরও বেশি মানুষ ৷

আরও পড়ুন :Fake Vaccination : ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে ধৃত আরও 2

ইতিমধ্যেই টিকা কেলেঙ্কারির মাথা দেবাঞ্জন দেবকে (Debanjan Deb) গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ৷ মঙ্গলবার পর্যন্ত এই ঘটনায় দেবাঞ্জন-সহ মোট ছ’জনকে গ্রেফতার করা হয়েছে ৷ এদিনও দু’জনকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা ৷ এদিকে, ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই রাজ্য়ের শাসকদল তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা, মন্ত্রীর সঙ্গে দেবাঞ্জনের ঘনিষ্ঠতা প্রকাশ্যে চলে এসেছে ৷ প্রশ্ন উঠছে, যাঁর সঙ্গে ক্ষমতাশালীদের এত সখ্য, তাঁর বিরুদ্ধে কি আদৌ নিরপেক্ষভাবে তদন্ত করবে শহরের পুলিশ ? ইতিমধ্যেই, টিকা কেলেঙ্কারি নিয়ে সিবিআই তদন্তে দাবি করেছে বিজেপি ৷ আর এবার সেই একই দাবিতে রুজু হল জনস্বার্থ মামলা ৷

অন্যদিকে, কসবা টিকা কেলঙ্কারির তথ্য-তলাশে এবার মাঠে নামার তোড়জোড় শুরু করেছে ইডি-ও (Enforcement Directorate) ৷ টিকা কেলঙ্কারির সঙ্গে বেআইনি টাকার লেনদেন জড়িয়ে রয়েছে কিনা, তা জানতেই তদন্ত করতে চাইছে তারা ৷ সূত্রের খবর, ইতিমধ্যেই কলকাতা পুলিশের কাছে টিকা কেলেঙ্কারিতে করা এফআইআরের প্রতিলিপি চেয়ে পাঠিয়েছেন ইডি আধিকারিকরা ৷ ঘটনায় হস্তক্ষেপ করতে হয়েছে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়কেও (Mamata Banerjee) ৷ পুলিশকে নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি ৷ টিকা কেলেঙ্কারির সঙ্গে শাসকদলের যোগের কথা উড়িয়ে দিয়েছে তৃণমূল ৷

আরও পড়ুন :Kasba Vaccine Controversy : তৃণমূল নেতৃত্বকে কাঠগড়ায় তুলে সিবিআই তদন্ত দাবি সায়ন্তনের

রাজ্য়ের বিজেপি নেতাদের অবশ্য অভিযোগ, তৃণমূল নেতৃত্বের একাংশের মদতেই ক্রমশ জাল বিস্তার করেছেন দেবাঞ্জন ৷ বিজেপির বক্তব্য, একমাত্র সিবিআইয়ের মতো কোনও সংস্থাকে দিয়ে তদন্ত করালেই প্রকৃত সত্য সামনে আসবে ৷ যদিও শাসকদল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে দিয়ে তদন্ত করানোর পক্ষপাতী নয় ৷ এক্ষেত্রে আদালত কী নির্দেশ দেয়, এখন সেটাই দেখার ৷

Last Updated : Jun 29, 2021, 5:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details