কলকাতা 9 জুলাই : ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডে স্বস্তি পেল রাজ্য সরকার । রাজ্য পুলিশের তদন্তের উপরেই আস্থা রাখল কলকাতা হাইকোর্ট । ভুয়ো ভ্যাকিসন-কাণ্ডে রাজ্যের প্রভাবশালীদের যুক্ত থাকার অভিযোগের ভিত্তি সিবিআই তদন্তের দাবি জানিয়ে একটি মামলা দায়ের করা হয়েছিল ৷ আজ কলকাতা হাইকোর্টে সেই মামলার শুনানি ছিল ৷ সেই মামলার শুনানিতে আদালত তার নির্দেশে জানিয়েছে, এই ঘটনায় আপাতত সিবিআই তদন্তের প্রয়োজন নেই ৷
অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এদিন রাজ্যের তরফে হাইকোর্টে সওয়াল করেন ৷ সেখানে তিনি জানিয়েছেন, ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডে একাধিক ব্যক্তিকে পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে । অত্যন্ত সক্রিয়তার সাথে তদন্ত করছে পুলিশ প্রশাসন । খুব শীঘ্রই এই ঘটনায় চার্জশিটও পেশ করা হবে ৷ এর পরই বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি অনিরুদ্ধ রায় এর ডিভিশন বেঞ্চ মামলাকারীদের সিবিআই তদন্তের দাবিকে খারিজ করে দেন ৷
যদিও মামলাকারীদের তরফের আইনজীবীর বক্তব্য ছিল, যেভাবে দেবাঞ্জন দেব তার ভুয়ো ব্যবসার জাল ছড়িয়ে ছিল গোটা রাজ্যে, তাতে প্রভাবশালী ব্যক্তিরা জড়িত না থাকলে এটা সম্ভব হত না । তাঁর যুক্ত ছিল, রাজ্য পুলিশ এই ঘটনার তদন্ত করছে ঠিকই ৷ কিন্তু, রাজ্য পুলিশের তদন্তে প্রভাবশালীদের চিহ্নিত করা সম্ভব হবে না । মামলাকারীদের মূল ইঙ্গিত রাজ্যের শাসকদলের বেশ কিছু নেতা-নেত্রীদের দিকে । তাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে দিয়ে তদন্ত করানো উচিত বলে এদিন আদালতে দাবি করেন তাঁরা । এর পাল্টা যুক্তি হিসেবে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, ‘‘রাজ্যপালের সঙ্গেও দেবাঞ্জন দেবের ছবি দেখা গিয়েছে । তাহলে তো রাজ্যপালকেও এই ঘটনায় জড়িত বলে ধরে নিতে হবে’’ ।