পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Kanchan Mullick Sue Pinky Banerjee: আদালত অবমাননা করেছেন পিঙ্কি! হাইকোর্টে মামলা রুজু স্বামী কাঞ্চনের - বিচারপতি বিশ্বজিৎ বসু

আদালতের নির্দেশ অমান্য করেছেন স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্য়ায় (Pinky Banerjee)৷ বিচারকের স্থির করে দেওয়া নিরপেক্ষ স্থানে ছেলেকে নিয়ে আসছেন না তিনি! পিঙ্কির বিরুদ্ধে তাই আদালত অবমাননার (Contempt of Court) মামলা রুজু করলেন অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)৷

kanchan mullick sue pinky banerjee alleging contempt of court
Kanchan Mullick sue Pinky Banerjee: আদালত অবমাননা করেছেন পিঙ্কি! হাইকোর্টে মামলা রুজু স্বামী কাঞ্চনের

By

Published : Jun 8, 2022, 3:28 PM IST

কলকাতা 8 জুন: এবার স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্য়ায়ের (Pinky Banerjee) বিরুদ্ধে আদালত অবমাননার (Contempt of Court) মামলা রুজু করলেন অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)৷ বুধবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলাটি দায়ের করেন তিনি ৷ সূত্রের খবর, বিচারপতি বিশ্বজিৎ বসুর (Justice Biswajit Basu) এজলাসে মামলাটির শুনানি হবে ৷ মামলার প্রথম শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী সোমবার (13 জুন, 2022) ৷

2021 সালে কলকাতার আলিপুর আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা রুজু করেন কাঞ্চনের স্ত্রী পিঙ্কি ৷ সেই সময় থেকেই এই দম্পতির একমাত্র সন্তান, তাঁদের 9 বছরের ছেলে তার মা অর্থাৎ পিঙ্কির সঙ্গে থাকতে শুরু করে ৷ কাঞ্চন আলাদা থাকেন ৷ অভিনেতার দাবি ছিল, স্ত্রী আলাদা থাকলেও তাঁকে তাঁর ছেলের সঙ্গে দেখা করতে দিতে হবে ৷ আলিপুর আদালত কাঞ্চনের সেই দাবি মেনেও নেয় ৷ সংশ্লিষ্ট বিচারক নির্দেশনামায় স্পষ্ট জানান, পূর্ব নির্ধারিত নির্দিষ্ট কোনও দিনে নিরপেক্ষ স্থানে ছেলেকে নিয়ে আসবেন পিঙ্কি ৷ সেখানেই কাঞ্চন কিছু সময়ের জন্য তাঁর ছেলের সঙ্গে দেখা করতে পারবেন ৷

আরও পড়ুন:মাহেশের জগন্নাথ মন্দিরে কাঞ্চন, দেখা গেল শ্রীময়ীকেও

এক্ষেত্রে আদালতের পক্ষ থেকে আইনজীবী কল্লোল বসুর নাম প্রস্তাব করা হয় ৷ বলা হয়, ওই আইনজীবীর চেম্বারেই ছেলের সঙ্গে দেখা করতে পারবেন অভিনেতা ৷ কিন্তু, কাঞ্চনের অভিযোগ, তাঁর স্ত্রী পিঙ্কি সেই নির্দেশ মানেননি ৷ পাল্টা তিনি প্রস্তাব দিয়েছেন, কাঞ্চন যদি ছেলের সঙ্গে দেখা করতে চান, তাহলে তাঁকে অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্য়ায়ের (Sabitri Chatterjee) বাড়িতে যেতে হবে ৷ পিঙ্কি সেখানেই তাঁদের ছেলেকে নিয়ে আসবেন ৷ প্রসঙ্গত, অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় পিঙ্কির আত্মীয় ৷

বুধবার কলকাতা হাইকোর্টের কাছে গোটা ঘটনা জানান কাঞ্চন মল্লিক ৷ তাঁর অভিযোগ, আদালতের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও পিঙ্কি তা উপেক্ষা করেছেন ৷ তাঁর এই আচরণ আদতে আদালত অবমাননারই নামান্তর বলে মনে করেন কাঞ্চন ৷ এই বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি সুবিচারেরও দাবি তুলেছেন কাঞ্চন (Kanchan Mullick sue Pinky Banerjee) ৷ আগামী সোমবার বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে মামলাটির শুনানির প্রক্রিয়া শুরু হবে ৷

ABOUT THE AUTHOR

...view details