পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

'গোল্লায় যাক রাজনীতি, NRS-এর পাশে আছি', এবার মুখ খুললেন কাকলি পুত্র - Mamata Bandhopadhyay

ববি কন্যা, মমতা ভাইপোর পর এবার NRS ইশুতে ডাক্তারদের পাশে দাঁড়ালেন কাকলি পুত্র ।

ছবি সৌজন্যে : ফেসবুক

By

Published : Jun 14, 2019, 10:27 AM IST

Updated : Jun 14, 2019, 1:35 PM IST

কলকাতা, 14 জুন : "যেভাবে 200 জন দুষ্কৃতীদের দল সরকারি হাসপাতালে প্রবেশ করে একজন 23 বছরের ডাক্তারকে কার্যত মেরে ফেলেছিল সেটা একেবারেই গ্রহণযোগ্য নয় । 200 জনের মধ্যে মাত্র 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে সেটাও আশানুরূপ নয় ।" মুখ খুললেন কাকলি পুত্র বৈদ্যনাথ ঘোষদস্তিদার । পোস্টটির হেডলাইনে তিনি লেখেন "আমি NRS -এর পাশে আছি । ভার মে যায় রাজনীতি ।"

গতকালই NRS ইশুতে আন্দোলনকারী ডাক্তারদের সমর্থন জানিয়েছেন ফিরহাদ কন্যা শাব্বা হাকিম । KPC মেডিকেল কলেজের চিকিৎসক শাব্বা নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করে প্রতিবাদ জানান । লেখেন, 'সরকারি ও অধিকাংশ বেসরকারি হাসপাতালের আউটডোর বয়কট করেছেন ডাক্তাররা । কিন্তু জরুরি বিভাগে আমরা কাজ চালিয়ে যাচ্ছি । মানবিকতার খাতিরে অন্য পেশার মতো আমরা কাজ বন্ধ করতে পারি না । কিন্তু বাস বা ট্যাক্সি ধর্মঘটও হয়, সেখানে ট্যাক্সি চালক বা বাসচালকরা আপনাকে পরিষেবা দেবেন না, সে পরিস্থিতি যাই হোক ।'

NRS ইশুতে ডাক্তারদেরই সমর্থন করেন খোদ মুখ্যমন্ত্রীর ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায় । KPC মেডিকেল কলেজের ছাত্র নেতা আবেশ । ছাত্র নেতা হিসেবে মিছিলও হাঁটেন তিনি । চর্চার দ্বিতীয় নাম কলকাতার মেয়র ববি হাকিম । ফেসবুক পোস্টে ডাক্তারদের পাশে দাঁড়িয়ে অভিযুক্তদের গণশত্রু বলে দাবি করেন ববি । আর সবথেকে চর্চা যাঁকে নিয়ে তিনি ফিরহাদ হাকিমের মেয়ে শাব্বা হাকিম । শাব্বা লিখেছেন, 'আমি তৃণমূলের সমর্থক তবে আমি একজন চিকিৎসকও । সেই সত্তা থেকে আমি চিকিৎসকদের পাশে দাঁড়াচ্ছি ।'

বৈদনাথের করা ফেসবুক পোস্ট

ফিরহাদ কন্যা টুইটে লেখেন, 'যাঁরা বলছেন, অন্য রোগীদের কী দোষ, তাঁরা দয়া করে সরকারকে জিজ্ঞাসা করুন, সরকারি হাসপাতালে পুলিশ মোতায়েন থাকলেও তাঁরা কেন ডাক্তারদের নিরাপত্তা দিতে পারলেন না । প্রশ্ন করুন, যখন দু ট্রাক গুণ্ডারা এল তখন কেন বাড়তি ব্যবস্থা করা হল না । কেন হাসপাতাল চত্বরে গুণ্ডারা ঘুরে বেড়াচ্ছে । শান্তিপূর্ণভাবে আন্দোলন করার অধিকার আমাদের রয়েছে ।' পোস্টটির শেষে তিনি লিখেছেন, 'একজন তৃণমূল সমর্থক হিসেবে আমাদের নেতৃত্বের নীরবতা দেখে আমি খুবই লজ্জিত ।'

Last Updated : Jun 14, 2019, 1:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details