পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

মিথ্যা খবর ছড়ানোয় বিজেপিকে নোবেল দেওয়া উচিত, দাবি কাকলির - Fake News

বিজেপি মিথ্যা খবর ছড়ায়। এই বিষয়ে তাঁদের নোবেল পাওয়া উচিত। এমনই দাবি তুললেন বারসতের সাংসদ তৃণমূল কংগ্রেসের নেত্রী কাকলি ঘোষ দস্তিদার। শনিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে তিনি এই দাবি করেন।

kakali said nobel prize should be given to bjp for spreading fake news
মিথ্যা খবর ছড়ানোয় বিজেপিকে নোবেল দেওয়া উচিত, দাবি কাকলির

By

Published : Jan 9, 2021, 3:53 PM IST

কলকাতা, 9 জানুয়ারি: ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে মিথ্যা খবর ছড়ানোর অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। শনিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে এই অভিযোগ তোলেন বারসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তাঁর দাবি, মিথ্যা খবর ছড়ানোয় বিজেপিকে নোবেল প্রাইজ দেওয়া উচিত।

সোশাল মিডিয়ার কয়েকটি পোস্টের উদাহরণ টেনে আনেন এই তৃণমূল সাংসদ। সেই পোস্টগুলির সবক'টাই করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য়। কাকলির দাবি, প্রতিটি পোস্টই ভুয়ো। যাঁদের নিয়ে বা যে বিষয় নিয়ে ওই পোস্টগুলি করা হয়, সেগুলি খণ্ডন করে পরে অন্যরাও পোস্ট করেন। সেই বিষয় তুলে ধরেই এদিন কাকলি বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন।

তাঁর বক্তব্য, বিজেপির অনেক টাকা আছে। সেই টাকা দিয়ে তারা মিথ্যা খবর ছড়ায়। নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্যই বিজেপি এটা করে। সেই কারণে তাঁর 'প্রস্তাব', বিজেপিকে মিথ্যা খবর ছড়ানোয় নোবেল পুরস্কার দেওয়া উচিত। বিজেপিকে বিশ্বের সবচেয়ে বড় মিথ্যাবাদী রাজনৈতিক দল বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে জানিয়েছেন, যা কিছু বলবে বিজেপি, তা মিথ্যা বলে ধরে নিতে হবে।

এর পাশাপাশি তাঁর দাবি, পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের লক্ষ্য সকলের উন্নয়ন। সেই কাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ভালোভাবে করে দেখাচ্ছে। কিন্তু মোদি সরকারের নোটবন্দী থেকে বেকারত্ব, একের পর এক ইশু দেশবাসীকে বিপাকে ফেলছে বলেও তিনি দাবি করেন।

আরও পড়ুন:কোচবিহারে তৃণমূলের গোষ্ঠীকোন্দল, পালটা ওয়ার্ড কমিটি গঠন ভূষণের

বিজেপির যে সমস্ত নেতা ইদানীং বাংলায় আসছেন, তাঁদের পর্যটক বলে কটাক্ষ করেছেন তিনি। তাঁর দাবি, বিজেপির তিনটে ভাগ বাংলায়। আদি বিজেপি, নব্য বিজেপি ও পর্যটক বিজেপি। বাংলার মানুষ এটাকে ভালোভাবে নিচ্ছে না বলে দাবি করেন তিনি।

ABOUT THE AUTHOR

...view details