পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

"অর্জুন সিং কি শুভেন্দু অধিকারীর মুখপাত্র ?" - Political turmoil in Bengal

শুভেন্দু-কাঁটা সামাল দিতে হিমসিম খাচ্ছে রাজ্যের শাসক দল । এরই মধ্যে আজ সকালে শুভেন্দুকে BJP -তে স্বাগত জানিয়েছেন অর্জুন সিং । আর এতেই বেজায় চটেছে তৃণমূল শিবির ।

কাকলি ঘোষ দস্তিদার
কাকলি ঘোষ দস্তিদার

By

Published : Nov 21, 2020, 3:56 PM IST

Updated : Nov 23, 2020, 8:08 AM IST

কলকাতা, 21 নভেম্বর : ঘাড়ের উপর নিশ্বাস ফেলছে একুশের বিধানসভা নির্বাচন । আর তার আগে নিজেদের ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে তৃণমূল । একের পর এক সাংবাদিক বৈঠক । শশী পাঁজা । সুখেন্দুশেখর রায় । ব্রাত্য বসু । এবার কাকলি ঘোষ দস্তিদার । সাংবাদিক বৈঠকের শুরু থেকেই কেন্দ্রের বিরুদ্ধে একের পর এক আক্রমণ । আজকের সাংবাদিক বৈঠক থেকে বারাসতের সাংসদ এক হাত নেন অর্জুন সিংকে । বলেন, "অর্জুন সিং কি শুভেন্দু অধিকারীর মুখপাত্র ?"

একদা ব্যারাকপুরে তৃণমূল শিবিরের নির্ভরযোগ্য স্তম্ভ অর্জুন সিং এখন গেরুয়া শিবিরে । দলের বিভিন্ন কাজে বিক্ষুব্ধ রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারীও । শুভেন্দু-কাঁটা সামাল দিতে হিমসিম খাচ্ছে রাজ্যের শাসক দল । এরই মধ্যে আজ সকালে শুভেন্দুকে BJP -তে স্বাগত জানিয়েছেন অর্জুন সিং । বলেন, "শুভেন্দু অধিকারী একজন জননেতা । তৃণমূলে তাঁকে অসম্মান করা হচ্ছে । মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী হয়েছেন শুভেন্দুর মতো নেতাদের উপর ভর করেই । পরে সেই সিঁড়িগুলোকেই ভেঙে দিয়ে তিনি ভাইপোকে সবার মাথার উপরে বসিয়ে দেন ।"

আরও পড়ুন : "মুখ্যমন্ত্রী আমাকে তাড়াননি, আমিও দল ছাড়িনি"

এই বিষয়ে আজ কাকলি ঘোষ দস্তিদার বলেন, "অর্জুন সিং কি শুভেন্দু অধিকারীর মুখপাত্র ? শুভেন্দু অধিকারী দলের একজন গুরুত্বপূর্ণ নেতা । একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ।"

শুরু থেকেই আজ গেরুয়া শিবিরের বিরুদ্ধে রণং দেহি মূর্তিতে ছিলেন বারাসতের সাংসদ । বললেন, "কেন্দ্রীয় সরকার ফেক নিউজ়ের সরকার । দেশে এখন ভয়ানক পরিস্থিতি চলছে । নারীসুরক্ষা তলানিতে এসে ঠেকেছে । দেশের দলিতরা সুরক্ষিত না । দেশে ধর্মের ভিত্তিতে ভাগাভাগি চলছে । কোথাও গণপিটুনি চলছে, কোথাও মিথ্যাচার চলছে ।"

আরও পড়ুন : ঠোকাঠুকি : শুভেন্দু, কল্যাণ ও লকেট

হাথরসের ঘটনা নিয়েও কেন্দ্রকে একহাত নেন তিনি । হাথরসে দলিত কিশোরীর মৃত্যুর প্রসঙ্গ টেনে কেন্দ্রের "বেটি বাঁচাও, বেটি পড়াও" প্রকল্পের সমালোচনা করেন । কেন্দ্রকে কটাক্ষের সুরে বলেন, "বেটি বাঁচাও নয়, বেটি পোড়াও ।"

Last Updated : Nov 23, 2020, 8:08 AM IST

ABOUT THE AUTHOR

...view details