কলকাতা, 14 জানুয়ারি : নতুন তিনটি কৃষি আইন নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ফের তোপ দাগল তৃণমূল কংগ্রেস৷ বৃহস্পতিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে এই ইশুতে কেন্দ্রের মোদি সরকারের সমালোচনা করেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার৷ তাঁর অভিযোগ, নতুন তিনটি কৃষি আইন কেন্দ্রীয় সরকার গায়ের জোরে পাস করিয়েছে৷ লোকসভায় বিরোধী দলের নেতাদের বলার সুযোগ দেওয়া হয়নি৷ আর রাজ্যসভা থেকে সম্মানীয় সাংসদদের বের করে দেওয়া হয়েছে এই আইন পাস করানোর জন্য৷
গত সেপ্টেম্বরে বাদল অধিবেশন বসেছিল সংসদে৷ সেই সময়ই এই কৃষি আইন পাস করায় কেন্দ্রীয় সরকার৷ তা নিয়ে ব্যাপক হইচই চলছে৷ দিল্লির কাছে অবস্থান বিক্ষোভ করছেন কৃষকরা৷ কেন্দ্রের সঙ্গে তাঁরা আলোচনাও চালাচ্ছেন৷ অন্যদিকে ওই আইন পর্যালোচনায় কমিটি গড়ে দিয়েছে সুপ্রিম কোর্ট৷ কমিটি গোটা বিষয়টি খতিয়ে দেখবে৷ তার আগে এই আইন বলবৎ করা যাবে না বলে জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত৷