পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

মমতা রায়গঞ্জে প্রতিনিধি পাঠানোর সময় পান না, কর্নাটকে পাঠান : কৈলাস - কৈলাস বিজয়বর্গীয়

কৈলাস বিজয়বর্গীয় বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিরা আজ কর্নাটকে পুলিশের গুলিতে যারা মারা গেছে, তাদের সাহায্য করতে যান ৷ কিন্তু মুখ্যমন্ত্রী রায়গঞ্জে নিজের প্রতিনিধি পাঠানোর সময় পান না ৷ জাতীয় স্তরের নেতা হাওয়ার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় । লজ্জা পাওয়া উচিত ওঁর ৷ "

Kailash Vijayvargiya attacks opposition leaders
কৈলাস বিজয়বর্গীয়

By

Published : Dec 29, 2019, 10:43 PM IST

বিধাননগর, 29 ডিসেম্বর : ঝাড়খণ্ডের 11 তম মুখ্যমন্ত্রী হিসাবে আজ শপথগ্রহণ করেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা হেমন্ত সোরেন ৷ শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী রাজনৈতিক দলের একাধিক নেতানেত্রী ৷ ছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ এ প্রসঙ্গে আজ BJP-র কেন্দ্রীয় কমিটির সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় কটাক্ষ করে বলেন, "লোকসভা নির্বাচনে হারের কষ্ট কম করার সুযোগ পেয়েছেন বিরোধীরা ৷ "

আজ কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৈলাস বলেন, "দেশে বিরোধীরা যে অরাজকতা চালাচ্ছে, মানুষ তাদের ক্ষমা করবে না । মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিরা আজ কর্নাটকে পুলিশের গুলিতে যারা মারা গেছে, তাদের সাহায্য করতে যান ৷ কিন্তু আমি ওঁকে প্রশ্ন করতে চাই যে, রাজ্যে একশোর বেশি ভারতীয় জনতা পার্টির কর্মীদের হত্যা করা হয়েছে । রায়গঞ্জে পুলিশের গুলিতে দুই ছাত্রকে এই কারণে মারা হয়েছে যে, তারা সংস্কৃত বিষয়ের জন্য শিক্ষকের দাবি করছিল কিন্তু আপনারা উর্দু শিক্ষক পাঠিয়েছিলেন ৷ আজ পর্যন্ত বিচার পাইনি বলে তাদের মুখাগ্নি করতে পারেনি পরিবার । মুখ্যমন্ত্রী রায়গঞ্জে নিজের প্রতিনিধি পাঠানোর সময় পান না ৷ উনি কর্নাটকে প্রতিনিধি পাঠিয়েছেন ৷ জাতীয় স্তরের নেতা হাওয়ার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় । লজ্জা পাওয়া উচিত ওঁর ৷ "

অন্যদিকে, প্রিয়াঙ্কা গান্ধিকে উত্তর প্রদেশের পুলিশের হেনস্থা করার প্রসঙ্গে কৈলাস বলেন, " উনি নাটক করছেন । পুরো ভিডিয়োটা দেখে নিন আপনারা । কোনও পুলিশকর্মী এমন কোনও কাজ করেনি যাতে প্রিয়াঙ্কা গান্ধির অপমান হয় । পুলিশ শুধুমাত্র জিজ্ঞেস করতে গিয়েছিল কোন দিকে আপনারা যাবেন । আর তাতেই পুলিশকে বদনাম করা হচ্ছে এই ভাবে । "

ABOUT THE AUTHOR

...view details