কলকাতা, 6 জুলাই: দেবী কালী (Kaali row) নিয়ে মন্তব্যকে হাতিয়ার করে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে জোরালো আক্রমণে নামল বিজেপি ৷ তাঁকে অবিলম্বে গ্রেফতারের দাবি তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari on Mahua Moitra) ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar on Mahua Moitra)৷ রাজ্যের বিভিন্ন থানায় জমা পড়েছে অভিযোগ ৷ তবে শুধু এ রাজ্যই নয়, রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে এই বিতর্ক ৷ মধ্যপ্রদেশের ভোপালে মহুয়া মৈত্রের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ দায়ের হয়েছে (Mahua Moitra)৷
ভোপালের ক্রাইম ব্রাঞ্চ ডেপুটি পুলিশ কমিশনার অমিত কুমার জানিয়েছেন, "স্থানীয় এক ব্যক্তির থেকে আমরা তাঁর বিরুদ্ধে অভিযোগ পেয়েছি ভারতীয় দণ্ডবিধির 295(এ) ধারায় ৷ আমরা এফআইআর দায়ের করার ব্যবস্থা করছি ৷"
মহুয়া মৈত্রের মন্তব্যকে ঘিরে সরগরম বঙ্গ রাজনীতি (Mahua Moitra latest news)৷ কৃষ্ণনগরের সাংসদকে অবিলম্বে গ্রেফতারের দাবি তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta demands arrest of Mahua)৷ তিনি টুইটে তীব্র সমালোচনা করেছেন মহুয়া মৈত্রের ৷ লিখেছেন, "মা কালীকে সনাতন ধর্মে অ্যালকোহল এবং মাংস ভক্ষণকারী দেবী রূপে উপাসনা করা হয় না । মা কালী হিন্দুদের কাছে যুগ যুগ ধরে অশুভ শক্তির বিনাশকারী শক্তির প্রতীক রূপে পূজিত হয়ে আসছেন । মহুয়া মৈত্রের মা কালী সম্পর্কে এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে গ্রেফতারে দাবি জানাচ্ছি ।"