পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Mahua Moitra: মহুয়ার বিরুদ্ধে ভোপালে অভিযোগ দায়ের, গ্রেফতারের দাবিতে এককাট্টা সুকান্ত-শুভেন্দু - সুকান্ত মজুমদার

কালী নিয়ে (Kaali row) মন্তব্যের জন্য মহুয়া মৈত্রের বিরুদ্ধে ভোপালের থানায় অভিযোগ দায়ের করা হল ৷ তৃণমূল সাংসদকে গ্রেফতারের দাবিতে একযোগে সরব হয়েছেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar on Mahua Moitra) ও শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari on Mahua Moitra)৷

kaali-row-suvendu-adhikari-sukanta-majumdar-demand-arrest-of-mahua-moitra-complaint-filed-in-bhopal
মহুয়ার বিরুদ্ধে ভোপালে অভিযোগ দায়ের, গ্রেফতারের দাবিতে এককাট্টা সুকান্ত-শুভেন্দু

By

Published : Jul 6, 2022, 5:43 PM IST

কলকাতা, 6 জুলাই: দেবী কালী (Kaali row) নিয়ে মন্তব্যকে হাতিয়ার করে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে জোরালো আক্রমণে নামল বিজেপি ৷ তাঁকে অবিলম্বে গ্রেফতারের দাবি তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari on Mahua Moitra) ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar on Mahua Moitra)৷ রাজ্যের বিভিন্ন থানায় জমা পড়েছে অভিযোগ ৷ তবে শুধু এ রাজ্যই নয়, রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে এই বিতর্ক ৷ মধ্যপ্রদেশের ভোপালে মহুয়া মৈত্রের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ দায়ের হয়েছে (Mahua Moitra)৷

ভোপালের ক্রাইম ব্রাঞ্চ ডেপুটি পুলিশ কমিশনার অমিত কুমার জানিয়েছেন, "স্থানীয় এক ব্যক্তির থেকে আমরা তাঁর বিরুদ্ধে অভিযোগ পেয়েছি ভারতীয় দণ্ডবিধির 295(এ) ধারায় ৷ আমরা এফআইআর দায়ের করার ব্যবস্থা করছি ৷"

মহুয়া মৈত্রের মন্তব্যকে ঘিরে সরগরম বঙ্গ রাজনীতি (Mahua Moitra latest news)৷ কৃষ্ণনগরের সাংসদকে অবিলম্বে গ্রেফতারের দাবি তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta demands arrest of Mahua)৷ তিনি টুইটে তীব্র সমালোচনা করেছেন মহুয়া মৈত্রের ৷ লিখেছেন, "মা কালীকে সনাতন ধর্মে অ্যালকোহল এবং মাংস ভক্ষণকারী দেবী রূপে উপাসনা করা হয় না । মা কালী হিন্দুদের কাছে যুগ যুগ ধরে অশুভ শক্তির বিনাশকারী শক্তির প্রতীক রূপে পূজিত হয়ে আসছেন । মহুয়া মৈত্রের মা কালী সম্পর্কে এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে গ্রেফতারে দাবি জানাচ্ছি ।"

আরও পড়ুন:ভয় পাচ্ছি না, জয় মা কালী; বিজেপিকে পাল্টা মহুয়ার

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এই নিয়ে টুইট করে তুলোধোনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ তিনি জানিয়েছেন, "মাননীয় মুখ্যমন্ত্রী, মা কালীকে অপমান করার জন্য মহুয়া মৈত্রর বিরুদ্ধে কলকাতা পুলিশকে কখন লুক আউট নোটিশ জারি করতে বলবেন ? কেন আপনি ও আপনার দলের নেতারা শুধুমাত্র হিন্দু দেবদেবী সম্পর্কেই কুরুচিকর মন্তব্য করেন ?"

যদিও এই নিয়ে তাঁর বিরুদ্ধে বিজেপি সরব হওয়ায় আগেই টুইটে পাল্টা জবাব দিয়ে মহুয়া লিখেছিলেন, "সব সঙ্ঘ সদস্যকে বলছি, মিথ্যে কথা বলা আপনাদের আরও ভালো হিন্দু করে তুলবে না ৷ আমি কখনও কোনও সিনেমা বা পোস্টারকে সমর্থন করিনি, ধূমপান শব্দটিও ব্যবহার করিনি ৷ আপনাদের পরামর্শ দেব, আপনারা তারাপীঠে মা কালীর মন্দিরে ঘুরে আসুন ৷ সেখানে মা কালীকে কী ধরনের খাবার, পানীয় ভোগ হিসেবে দেওয়া হয়, দেখে আসুন ৷ জয় মা তারা ৷" এরপর তিনি আরও একটি টুইট করে ভারতের 'সত্যমেব জয়তে' লেখা অশোক স্তম্ভের ছবি পোস্ট করেন ৷

মহুয়ার গ্রেফতারের দাবিতে এককাট্টা সুকান্ত-শুভেন্দু

এর পরেও একের পর এক টুইটে বিজেপিকে একহাত নিয়েছেন তৃণমূল সাংসদ ৷ তিনি লিখেছেন, "বিজেপি আপনারা (প্রতিবাদ) চালিয়ে যান । আমি একজন কালী উপাসক । আমি কোনও কিছুতেই ভয় পাই না । আপনাদের অজ্ঞানতা, গুন্ডামি, পুলিশ অথবা ট্রোল কোনও কিছুতেই ভয় পাই না । সত্যের জন্য কোনও সমর্থনের প্রয়োজন নেই ।"

ABOUT THE AUTHOR

...view details