কলকাতা, 16 জুলাই: রাজ্যে আসছেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia) ৷ চব্বিশের লোকসভা নির্বাচনের (General Election 2024) আগে দেশজুড়ে প্রচারে ঝড় তুলতে চাইছে বিজেপি ৷ তৃণমূল স্তর থেকেই সংগঠনকে মজবুত করার সিদ্ধান্ত নিয়ে শীর্ষ নেতৃত্ব ৷ যাতে ভোটের কাজে কর্মী পেতে কোনও সমস্যা না হয় ৷ গত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ভালো ফল করেছিল বিজেপি ৷ কিন্তু, একুশের বিধানসভা নির্বাচনের পর এরাজ্যে ভাঙন ধরেছে দলের অন্দরে ৷ তাই এখন থেকেই প্রচার ও সংগঠন নিয়ে নির্দিষ্ট পরিকল্পনা মাফিক এগোতে চাইছে গেরুয়া শিবির ৷ এই প্রেক্ষাপটে দমদম লোকসভা কেন্দ্রের দায়িত্ব পেয়েছেন জ্যোতিরাদিত্য ৷ আর সেই দায়িত্ব পেয়েই দমদমে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি ৷ এমনটাই দাবি সংশ্লিষ্ট মহলের ৷
বিজেপি সূত্রে জানা গিয়েছে, চলতি মাসেই তিনদিনের সফরে বাংলায় আসবেন জ্যোতিরাদিত্য ৷ তাঁর সফর শুরু হবে আগামী 21 জুলাই ৷ 23 জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গেই থাকবেন তিনি ৷ প্রসঙ্গত, আগামী 21 জুলাই তৃণমূলের শহিদ সভার পালটা হিসাবে 'উলুবেড়িয়া চলো'র ডাক দিয়েছে বিজেপি ৷ যদিও এখনও পর্যন্ত এই কর্মসূচির অনুমতি দেয়নি পুলিশ ৷ বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত ৷ ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছেন, তৃণমূলের 21 জুলাইয়ের অনুষ্ঠানের পালটা কর্মসূচিতে জ্যোতিরাদিত্যকেও সামিল করতে চাইছে বিজেপি শীর্ষ নেতৃত্ব ৷ এর ফলে এ রাজ্যে দলের একেবারে নিচুতলার কর্মীদের কাছে তাঁর পরিচিতি বাড়বে ৷ তাতে সংগঠনের কাজ করতে সুবিধা হবে ভিনরাজ্য থেকে আসা নেতার ৷