কলকাতা, 27 জুলাই : ভোট-পরবর্তী হিংসার মামলায় জাতীয় মানবাধিকার কমিশন (National Human Rights Commission of India) নিযুক্ত কমিটি কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) যে রিপোর্ট পেশ করেছিল সেই রিপোর্টে রাজ্যের শাসকদলের একাধিক নেতা-মন্ত্রীকে কুখ্যাত দুষ্কৃতী বলে উল্লেখ করেছিল কমিটি । দুষ্কৃতীদের সেই তালিকায় নাম ছিল বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকেরও (Jyotipriyo Mullick) । অবিলম্বে ওই তালিকা থেকে তাঁর নাম বাদ দিতে হবে, এই দাবিতে কলকাতা হাইকোর্টের মামলা করেছেন তিনি ।
জ্যোতিপ্রিয়র দাবি, তাঁর বদনাম করার জন্যই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাঁর নাম ওই তালিকায় ঢোকানো হয়েছে ৷ তাই এই তালিকা থেকে নিজের নাম বাতিল করার দাবিতে মামলা করেছেন তিনি । আগামিকাল মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে ।