পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ভবিষ্যতে অনলাইন পরীক্ষার অতিরিক্ত দায়িত্ব নেবেন না শিক্ষকরা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সাফ জানাল জুটা - উপাচার্যকে চিঠি জুটার

ভবিষ্যতে অনলাইন পরীক্ষা সংগঠিত করার অতিরিক্ত দায়িত্ব নেবেন না বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক-অধ্যাপিকারা । প্রয়োজনে বিশ্ববিদ্যালয়কে সশরীরে পরীক্ষা নেওয়ার কথা ভাবতে হবে । এমনই দাবি তুলে উপাচার্যকে চিঠি দিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগঠন জুটা ।

ভবিষ্যতে অনলাইন পরীক্ষার অতিরিক্ত দায়িত্ব নেবেন না শিক্ষকরা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সাফ জানাল জুটা
ভবিষ্যতে অনলাইন পরীক্ষার অতিরিক্ত দায়িত্ব নেবেন না শিক্ষকরা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সাফ জানাল জুটা

By

Published : Feb 22, 2021, 7:34 PM IST

কলকাতা, 22 ফেব্রুয়ারি : ভবিষ্যতে অনলাইন পরীক্ষা সংগঠিত করার অতিরিক্ত দায়িত্ব নেবেন না বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক-অধ্যাপিকারা । প্রয়োজনে বিশ্ববিদ্যালয়কে সশরীরে পরীক্ষা নেওয়ার কথা ভাবতে হবে । আজ, সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাশকে চিঠি পাঠিয়ে স্পষ্টভাষায় জানাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগঠন জুটা । এদিন উপাচার্যকে পাঠানো চিঠিতে এই বক্তব্য-সহ মোট ছয় দফা দাবি জানানো হয়েছে জুটা-র তরফে ।

ভবিষ্যতে অনলাইন পরীক্ষার অতিরিক্ত দায়িত্ব নেবেন না শিক্ষকরা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সাফ জানাল জুটা

উপাচার্যকে লেখা চিঠিতে জুটার-র বক্তব্য, "অনলাইন পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে এখনও কোনও পরিবর্তন হয়নি । আগামী সিমেস্টার শেষের পরীক্ষা পরিচালনার পুরো দায়ভার শিক্ষকদেরই নিতে হচ্ছে । জুটা আপনাকে জানাতে চায় যে এই শেষবার আমরা এই দায়ভার বহন করব । প্রশ্নপত্র তৈরি, মূল্যায়নের মতো স্বাভাবিক নির্ধারিত দায়িত্ব ব্যতীত পরবর্তী সিমেস্টার শেষের পরীক্ষা থেকে শিক্ষকরা পরীক্ষা পরিচালনার কোনও অতিরিক্ত দায়িত্ব নেবেন না । যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করেন যে তাঁরা অনলাইন পরীক্ষা পরিচালনা করতে পারবেন না তাহলে তাঁদের অন-সাইট সশরীরে পরীক্ষা নেওয়ার কথা বিবেচনা করা উচিত ।"

ভবিষ্যতে অনলাইন পরীক্ষার অতিরিক্ত দায়িত্ব নেবেন না শিক্ষকরা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সাফ জানাল জুটা

মূলত এই দাবিটিকেই সামনে রেখে জুটা-র তরফে আরও পাঁচটি দাবি ও সমস্যার কথা জানানো হয়েছে। তারমধ্যে জেইউএমএস পোর্টালের এগজামিনেশন মডিউলের কারণে কী কী সমস্যা হয় তা বিস্তারিতভাবে জানানো হয়েছে এবং সমস্যাগুলির স্থায়ী সমাধানের কথা ভাবতে পরামর্শ দেওয়া হয়েছে । আর্টস, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এবং ইন্টারডিসিপ্লিনারি ফ্যাকাল্টি, প্রতির জন্য আলাদা আলাদা এগজাম মডিউল তৈরির কথা বলা হয়েছে জুটার-র তরফে । এ ছাড়া, কোনও এক নির্দিষ্ট বিভাগের ডিনের ভূমিকা নিয়ে সমালোচনা, তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলা হয়েছে ।

আরও পড়ুন :সরস্বতী পুজোয় ‘টুম্পা গানে’ নাচ, পাঁচ টিএমসিপি নেতার ক্যাম্পাসে ঢোকায় নিষেধাজ্ঞা কলকাতা বিশ্ববিদ্যালয়ের

পাশাপাশি, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে দু’টি সহযোগী অধ্যাপক পদে নিয়োগ ঘিরে দুর্নীতির অভিযোগে দোষীদের চিহ্নিত করে বিশ্ববিদ্যালয়কে যথোপযুক্ত ব্যবস্থা নিতে আর্জি জানানো হয়েছে । সবশেষে, আবারও বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির অনুমোদিত স্ট্যাটিউট অনুমোদনের জন্য বলা হয়েছে । যদি আগামী 2 সপ্তাহের মধ্যে তা না করা হয় তাহলে অধ্যাপকরা আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছে জুটা ।

ABOUT THE AUTHOR

...view details