কলকাতা 22 জানুয়ারি: এবার মামলা শুরু থেকে নিষ্পত্তির সব খবরাখবর পাওয়া যাবে কলকাতা হাইকোর্টের গেটে লাগানো 'বিচার ঘড়ি'-তে । ঘড়ির LED স্ক্রীনে নিম্ন মামলা বিষয়ক বিভিন্ন প্রয়োজনীয় তথ্য দেখা যাবে । আজ কলকাতা হাইকোর্টের জাস্টিস ক্লাবে এই ঘড়ির উদ্বোধন করলেন প্রধান বিচারপতি টি বি এন রাধাকৃষ্ণন ।
কলকাতা হাইকোর্টে মামলার তথ্য জানতে 'বিচার ঘড়ি' চালু
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি বি এন রাধাকৃষ্ণন উদ্বোধন অনুষ্ঠানে বলেন, "বিচারবিভাগ কীভাবে কাজ করছে সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন । দেশ ও দশের স্বার্থে বিচারবিভাগ প্রতিনিয়ত পরিষেবা দিয়ে যাচ্ছে । মানুষকে তা জানানোর জন্য এই বিচার ঘড়ি (justice clock) চালু করা হল ।"
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি বি এন রাধাকৃষ্ণন উদ্বোধন অনুষ্ঠানে বলেন, "বিচারবিভাগ কীভাবে কাজ করছে সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন । দেশ ও দশের স্বার্থে বিচারবিভাগ প্রতিনিয়ত পরিষেবা দিয়ে যাচ্ছে । মানুষকে তা জানানোর জন্য এই বিচার ঘড়ি (justice clock) চালু করা হল ।"
কয়েকদিন আগে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনেরাল রাই চট্টোপাধ্যায় সাংবাদিক বৈঠক করেছিলেন । সেখানে তিনি জানিয়েছিলেন, "সুপ্রিম কোর্টের কমিটির নির্দেশে এবং হাইকোর্টের কম্পিউটার কমিটির তত্ত্বাবধানে বিচারব্যবস্থা ইতিমধ্যেই অনলাইনের মাধ্যমে সবার কাছে পৌঁছে যাচ্ছে । কিন্তু পুরো প্রক্রিয়াটাই ছিল আইনজীবী-কোর্ট অফিসার-বিচারপতিদের মধ্যে সীমাবদ্ধ । এতদিন আমরা কোর্টে বসতাম ,মামলার শুনানি-নিষ্পত্তি হত, সেখান থেকে ডেটা আপডেট করা হত । তারপর সেই ডেটা দিল্লিতে ন্যাশনাল জুডিশিয়াল ডেটা গ্রিডের মাধ্যমে ওয়েবে প্রকাশ করা হত । কিন্তু সেই বিষয়টা শুধুমাত্র আমরা করছি, আমরাই দেখছি । যাঁরা বিচার চাইতে আদালতে আসছেন তাঁদের মধ্যে সেই তথ্য ছড়িয়ে দিতেই এই বিচার ঘড়ি চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে ।"