কলকাতা, 18 অগস্ট : হাইকোর্টে (Calcutta High Court) আপাতত স্বস্তি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) কন্যা সুকন্যা মণ্ডল-সহ পরিবারের অন্যান্য সদস্যদের । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Avijit Ganguly) গতকাল নিজের দেওয়া নির্দেশ আজ প্রত্যাহার করলেন আজ, বৃহস্পতিবার । পাশাপাশি তিনি জানালেন যে মামলার অতিরিক্ত হলফনামায় অনুব্রত মণ্ডলের কন্যা-সহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, সেই মামলার পরিপ্রেক্ষিতে এই তথ্য প্রাসঙ্গিক নয় । তাই এই মামলা থেকে হলফনামায় দেওয়া সমস্ত তথ্য বাদ দেওয়া হচ্ছে । একই সঙ্গে গতকাল অনুব্রত মণ্ডলের পরিবারের সদস্যদের আজ আদালতে ডাকার নির্দেশ প্রত্যাহার করা হচ্ছে ।
অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল (Anubrata Mondal Daughter)-সহ পরিবারের 6 জন সদস্য টেট পাশ না করেই প্রাথমিক স্কুলে শিক্ষকতার চাকরি করছেন বলে অভিযোগ ওঠায় গতকাল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এঁদের প্রত্যেককে এদিন হাইকোর্টে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন । কিন্তু এই তথ্য দেওয়া হয়েছিল সৌমেন নন্দী বলে একজন মামলাকারীর মামলার পরিপ্রেক্ষিতে ।