পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

HC Backtracks on Anubrata Daughter সুকন্যা সহ 6 জনকে হাজিরার নির্দেশ প্রত্যাহার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

গরু পাচার কাণ্ডে (Cattle Smuggling Case) গ্রেফতার হয়েছেন বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal Arrested) ৷ তার পরই তাঁর মেয়ে সহ ছয় জন আত্মীয়ের বিরুদ্ধে অনৈতিক ভাবে শিক্ষকতার চাকরি পাওয়ার অভিযোগ ওঠে ৷ গতকাল, বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Calcutta High Court Justice Avijit Ganguly) আজ, বৃহস্পতিবার অনুব্রতর মেয়ে সুকন্যা সহ 6 জনকে হাজিরার নির্দেশ দেন ৷ এদিন সেই নির্দেশ প্রত্যাহার করেন বিচারপতি (Justice Avijit Ganguly withdraws summons to Anubrata Daughter and five others) ৷

Justice Avijit Ganguly withdraws summons to Anubrata Daughter and five others
HC Backtracks on Anubrata Daughter সুকন্যা সহ 6 জনকে হাজিরার নির্দেশ প্রত্যাহার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

By

Published : Aug 18, 2022, 3:52 PM IST

Updated : Aug 18, 2022, 5:07 PM IST

কলকাতা, 18 অগস্ট : হাইকোর্টে (Calcutta High Court) আপাতত স্বস্তি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) কন্যা সুকন্যা মণ্ডল-সহ পরিবারের অন্যান্য সদস্যদের । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Avijit Ganguly) গতকাল নিজের দেওয়া নির্দেশ আজ প্রত্যাহার করলেন আজ, বৃহস্পতিবার । পাশাপাশি তিনি জানালেন যে মামলার অতিরিক্ত হলফনামায় অনুব্রত মণ্ডলের কন্যা-সহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, সেই মামলার পরিপ্রেক্ষিতে এই তথ্য প্রাসঙ্গিক নয় । তাই এই মামলা থেকে হলফনামায় দেওয়া সমস্ত তথ্য বাদ দেওয়া হচ্ছে । একই সঙ্গে গতকাল অনুব্রত মণ্ডলের পরিবারের সদস্যদের আজ আদালতে ডাকার নির্দেশ প্রত্যাহার করা হচ্ছে ।

অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল (Anubrata Mondal Daughter)-সহ পরিবারের 6 জন সদস্য টেট পাশ না করেই প্রাথমিক স্কুলে শিক্ষকতার চাকরি করছেন বলে অভিযোগ ওঠায় গতকাল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এঁদের প্রত্যেককে এদিন হাইকোর্টে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন । কিন্তু এই তথ্য দেওয়া হয়েছিল সৌমেন নন্দী বলে একজন মামলাকারীর মামলার পরিপ্রেক্ষিতে ।

কিন্তু এই মামলার পরিপ্রেক্ষিতে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যে অভিযোগ মামলাকারী তাঁর দেওয়া হলফনামায় করেছেন, সেটা প্রাসঙ্গিক নয় বলে মনে হয়েছে বিচারপতির । তাই তিনি গতকালের দেওয়া নির্দেশ প্রত্যাহার করেছেন আজ । তবে তিনি জানিয়েছেন, পরবর্তীকালে অন্য কোনও মামলায় এই তথ্য ব্যবহার করা হবে । কিন্তু আপাতত অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল-সহ 6 জনকে আদালতে হাজির হওয়ার যে নির্দেশ দেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে ।

এদিকে সুকন্যার হাজিরাকে কেন্দ্র করে এদিন দুপুরের পর থেকেই কলকাতা হাইকোর্ট চত্ত্বর ছিল অন্যদিনের তুলনায় ভিড়ে ঠাসা ৷ বিশেষ করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ছিল থিকথিকে ভিড় । তিল ধারণের জায়গা ছিল না কলকাতা হাইকোর্টের 17 নম্বর এজলাসে । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 3টে নাগাদ বেঞ্চে এসে বসেই সঙ্গে সঙ্গে জানিয়েদেন আজকের মামলাতে কিছু হওয়ার নেই । কারণ, যে মামলার পরিপ্রেক্ষিতে এই হলফনামা দেওয়া হয়েছিল সেটা গ্রহণযোগ্য নয় । ফলে যাবতীয় জল্পনায় ইতি ঘটে ৷

আরও পড়ুন :হাইকোর্টে অনুব্রত কন্যা, স্লোগান উঠল গরু চোরের মেয়ে

Last Updated : Aug 18, 2022, 5:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details