কলকাতা, 18 অগস্ট: আগেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং আইনজীবী অরুণাভ ঘোষের 'অম্ল-মধুর' সম্পর্কের ছবি দেখা গিয়েছিল ৷ বৃহস্পতিবার ফের যেন তারই রি-ক্যাপ দেখল কলকাতা হাইকোর্ট ৷ অরুণাভ ঘোষকে জেলে পাঠানোর 'হুঁশিয়ারি' দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly) ৷ পালটা বর্ষীয়ান আইনজীবী জানিয়ে দিলেন, তিনি ডিভিশন বেঞ্চে আপিল করবেন (Arunava Ghosh) ৷ অনুব্রত মণ্ডলের মেয়ের হাজিরাকে কেন্দ্র করে এদিন রাজ্যের শীর্ষ আদালতে কার্যত নজিরবিহীন ঘটনা ঘটল (Justice Abhijit Ganguly slams Arunava Ghosh) ।
- অরুণাভ ঘোষ : আপনি আইনের বাইরে গিয়ে নির্দেশ দিচ্ছেন । আপনি আইন মানছেন না ।
- বিচারপতি গঙ্গোপাধ্যায় : আপনি টিভি চ্যানেলে গিয়ে আমার বিরুদ্ধে বলেছেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আইনের কিছু জানে না । একাধিকবার এই কথা বলেছেন । আমি আপনার বিরুদ্ধে এবং সংশ্লিষ্ট টিভি চ্যানেলের এডিটরের বিরুদ্ধে আদালত অবমাননার রুল ইস্যু করব । আপনাদের জেলে পাঠাব ৷
- অরুণাভ ঘোষ : আপনি নির্দেশ দিন ৷ আমি ডিভিশন বেঞ্চে আপিল করব ৷
এদিন দুপুরের পর থেকেই কলকাতা হাইকোর্ট চত্বর ছিল ভিড়ে ঠাসা । বিশেষ করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ছিল থিকথিকে ভিড় । তিল ধারনের জায়গা ছিল না কলকাতা হাইকোর্টের 17 নম্বর এজলাসে । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 3টে নাগাদ বেঞ্চে এসেই জানিয়ে দেন, 'আজকের মামলাতে কিছু হওয়ার নেই । কারণ যে মামলার পরিপ্রেক্ষিতে এই হলফনামা দেওয়া হয়েছিল তা গ্রহণযোগ্য নয় । তারপরেই তিনি শুনানি পর্বের ভিডিও রেকর্ডিংয়ের অনুমতি দেন । লোকসভার মতোই সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে শুনানি আমজনতার সামনে তুলে ধরার প্রস্তুতি চলছে । বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে সুপ্রিম কোর্ট লাইভ শুনানির সম্প্রচারের নকশা তৈরি করছে ৷ এরই মধ্যে কলকাতা হাইকোর্টেও সেই রকমই করার অনুমতি দিলেন বিচারপতি ।