কলকাতা, 1 সেপ্টেম্বর : প্রাথমিক শিক্ষা পর্ষদের (West Bengal Board of Primary Education) আইনজীবীদের উপস্থিতিতে আবেগঘন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly) । বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন বোর্ড কমিটির প্রশংসা করেন তিনি । তাঁর বক্তব্য, এই নতুন কমিটিতে অনেক যোগ্য মানুষ আছেন ।
নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, অভীক মজুমদারের মতো মানুষ কমিটিতে আছেন শুনে খুশি বিচারপতি গঙ্গোপাধ্যায় । তিনি বলেন, ‘‘নতুন চেয়ারম্যানের গ্রিভান্স সেল তৈরি খুব ভালো পদক্ষেপ । আশা করি এই নতুন কমিটির মাধ্যমে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাজ ভালো হবে ।"
তিনি বলেন, "এসএসসি (SSC) অফিসের আনাচকানাচ আমার চেনা । প্রত্যেকটা ঘর, তলা সব চেনা । আমার আক্ষেপ হয় এই অফিসে আমাকে নির্দেশ দিয়ে সিআরপিএফ ঢোকাতে হয়েছে । দুর্নীতির অভিযোগ ওঠাতেই সিআরপিএফ নির্দেশ দিতে বাধ্য হয়েছি । অনেক ভালো ভালো মানুষ কাজ করেছেন এসএসসিতে ।"