পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Primary Education Committee : প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন বোর্ড কমিটির প্রশংসায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় - SSC

প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (Primary Recruitment Scam) অভিযুক্ত তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য ৷ সম্প্রতি তাঁকে প্রাথমিক শিক্ষা পর্ষদের (West Bengal Board of Primary Education) সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় ৷ গঠন করা হয় নতুন কমিটি ৷ সেই নিয়ে এদিন প্রশংসা করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly) ৷

Justice Abhijit Ganguly praises the primary education Board new committee
Primary Education Committee : প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন বোর্ড কমিটির প্রশংসায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

By

Published : Sep 1, 2022, 4:42 PM IST

Updated : Sep 1, 2022, 5:09 PM IST

কলকাতা, 1 সেপ্টেম্বর : প্রাথমিক শিক্ষা পর্ষদের (West Bengal Board of Primary Education) আইনজীবীদের উপস্থিতিতে আবেগঘন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly) । বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন বোর্ড কমিটির প্রশংসা করেন তিনি । তাঁর বক্তব্য, এই নতুন কমিটিতে অনেক যোগ্য মানুষ আছেন ।

নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, অভীক মজুমদারের মতো মানুষ কমিটিতে আছেন শুনে খুশি বিচারপতি গঙ্গোপাধ্যায় । তিনি বলেন, ‘‘নতুন চেয়ারম্যানের গ্রিভান্স সেল তৈরি খুব ভালো পদক্ষেপ । আশা করি এই নতুন কমিটির মাধ্যমে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাজ ভালো হবে ।"

তিনি বলেন, "এসএসসি (SSC) অফিসের আনাচকানাচ আমার চেনা । প্রত্যেকটা ঘর, তলা সব চেনা । আমার আক্ষেপ হয় এই অফিসে আমাকে নির্দেশ দিয়ে সিআরপিএফ ঢোকাতে হয়েছে । দুর্নীতির অভিযোগ ওঠাতেই সিআরপিএফ নির্দেশ দিতে বাধ্য হয়েছি । অনেক ভালো ভালো মানুষ কাজ করেছেন এসএসসিতে ।"

তিনি আরও বলেন, "উন্নত ব্যক্তিত্ব সিস্টেম মজবুত করতে বড় ভূমিকা নেয় । একসময় আইনজীবী হিসেবে কাজ করেছি । আমরা একটা সিস্টেমে এনেছিলাম কমিশনকে । সেই এসএসসি নিয়ে এখন দুর্নীতির অভিযোগ উঠেছে !"

উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য অপসারণের পর 23 অগস্ট রাজ্য সরকার প্রাথমিক শিক্ষা পর্ষদ নতুন করে কমিটি করেছে (Primary Education Board New Committee) । সরকারি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, পর্ষদের নতুন সভাপতি হলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম পাল । পর্ষদের বাকি 11 জন সদস্যের নামও ঘোষণা করা হয়েছে । এক বছরের জন্য এই অ্যাডহক কমিটি গড়া হল বলে বিজ্ঞপ্তিতে জানানো হয় । নতুন সদস্যদের মধ্যে রয়েছেন নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, মলয় সাহা, স্বাতী গুহ, অভীক মজুমদারের মতো ব্যক্তিরা ।

আরও পড়ুন :মাদ্রাসায় নিয়োগে দুর্নীতির অভিযোগ, উত্তরপত্র ও পেনের ফরেন্সিক পরীক্ষার নির্দেশ হাইকোর্টের

Last Updated : Sep 1, 2022, 5:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details