পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Justice Ganguly Issues Warning: রাজনৈতিক ক্ষেত্রে আদালতকে টানলে কড়া ব্যবস্থা, নাম না করে মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি বিচারপতির - Bengal Recruitment Scam

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে (Bengal CM Mamata Banerjee) বেশ কয়েকবার প্রকাশ্যে জনসভায় বলতে শোনা গিয়েছে যে রাজ্যে 18 হাজার শিক্ষকের পদ শূন্য ৷ সেই শূন্যপদে নিয়োগে প্রস্তুত রাজ্য সরকার ৷ কিন্তু আদালতে মামলা চলায় ওই নিয়োগ করা যাচ্ছে না ৷ এই নিয়ে হলফনামা চেয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷

Justice Abhijit Ganguly Issues Warning to Prominent Political Leader of Bengal
Justice Ganguly Issues Warning: রাজনৈতিক ক্ষেত্রে আদালতকে টানলে কড়া ব্যবস্থা, নাম না করে মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি বিচারপতির

By

Published : Jul 29, 2022, 5:52 PM IST

Updated : Jul 29, 2022, 8:22 PM IST

কলকাতা, 29 জুলাই : কথায় কথায় আদালতকে টেনে আনলে উপযুক্ত পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Calcutta High Court Justice Abhijit Ganguly) ৷ কার উদ্দেশ্যে তিনি এই কথা বলেছেন, সেই নাম অবশ্য উল্লেখ করেননি ওই বিচারপতি ৷ শুধু উল্লেখ করেছেন ‘গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তি’ বলে ৷ কিন্তু ঘটনাক্রম বলছে যে এদিন বিচারপতি গঙ্গোপাধ্য়ায় আসলে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই (Bengal CM Mamata Banerjee) ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) একাধিক মামলা হয়েছে ৷ এসএসসি (SSC Recruitment) থেকে প্রাথমিকে নিয়োগ (Primary Recruitment), প্রতিটি ক্ষেত্রেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷ যার জেরে সম্প্রতি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হয়েছেন হেভিওয়েট তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ৷ তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) একাধিক ফ্ল্যাট থেকে সব মিলিয়ে প্রায় 50 কোটি টাকা ও আরও অনেক সামগ্রী উদ্ধার করেছে ইডি ৷

এই পরিস্থিতিতে শুক্রবার কলকাতা হাইকোর্টে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলার (Bengal Recruitment Scam) শুনানি হয় ৷ সেই শুনানিতেই বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, "আদালতকে কথায় কথায় টেনে আনার আগে সতর্ক থাকা উচিত যেকোনও ব্যক্তির । রাজনৈতিক ক্ষেত্রে বিচারালয়কে বারবার টেনে আনলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে ।"

আইনজীবী ফিরদৌস শামিমের বক্তব্য

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে বেশ কয়েকবার প্রকাশ্যে জনসভায় বলতে শোনা গিয়েছে যে রাজ্যে 18 হাজার শিক্ষকের পদ শূন্য ৷ সেই শূন্যপদে নিয়োগে প্রস্তুত রাজ্য সরকার ৷ কিন্তু আদালতে মামলা চলায় ওই নিয়োগ করা যাচ্ছে না ৷ গত 21 জুলাই কলকাতার ধর্মতলায় শহিদ দিবসের মঞ্চ থেকে একই দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

সেই বিষয়ে রাজ্য সরকারের হলফনামা চায় কলকাতা হাইকোর্ট ৷ শুক্রবার সেই হলফনামা রাজ্য সরকারের তরফে পেশ করা হয় আদালতে ৷ হাইকোর্ট সূত্রে খবর, হলফনামায় রাজ্য জানিয়েছে যে প্রাথমিকে 3936টি শূন্যপদ রয়েছে ৷ মাধ্যমিক-উচ্চমাধ্যমিকে প্রায় 21694টি শূন্যপদ রয়েছে । এর মধ্যে নবম-দশমে 13842টি, একাদশ-দ্বাদশে 5527টি শূন্যপদ রয়েছে ৷ এছাড়া 2325 প্রধান শিক্ষক নিয়োগও বকেয়া রয়েছে ৷

প্রাথমিকের ক্ষেত্রে নিয়োগের উদ্যোগ নেওয়া হয়নি ৷ এক্ষেত্রে দায় চাপানো হয়েছে ডিরেক্টর অফ এডুকেশনের উপর ৷ রাজ্যের দাবি, প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে ডিরেক্টর অফ এডুকেশন তথ্য না দেওয়ায় এই নিয়োগ করা যায়নি ৷ এই নিয়ে ডিরেক্টর অফ এডুকেশনকে 17 অগস্ট হলফনামা দিতে বলেছেন বিচারপতি ৷

রাজ্যের তরফে হলফনামায় জানানো হয়েছে, নিয়োগ সংক্রান্ত ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করে কোনও মামলা এই মুহূর্তে নেই ৷ এর পরই কড়া বার্তা দেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷ একই সঙ্গে তিনি শিক্ষক নিয়োগের ভবিষ্যৎ নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন বিচারপতি ৷

আরও পড়ুন :SSC Recruitment Scam: 2016 মেধাতালিকা নিয়ে নতুন অভিযোগ, সত্যি প্রমাণিত হলে নিয়োগ প্রক্রিয়া বাতিলের হুঁশিয়ারি বিচারপতির

Last Updated : Jul 29, 2022, 8:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details