কলকাতা, 29 জুলাই : কথায় কথায় আদালতকে টেনে আনলে উপযুক্ত পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Calcutta High Court Justice Abhijit Ganguly) ৷ কার উদ্দেশ্যে তিনি এই কথা বলেছেন, সেই নাম অবশ্য উল্লেখ করেননি ওই বিচারপতি ৷ শুধু উল্লেখ করেছেন ‘গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তি’ বলে ৷ কিন্তু ঘটনাক্রম বলছে যে এদিন বিচারপতি গঙ্গোপাধ্য়ায় আসলে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই (Bengal CM Mamata Banerjee) ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) একাধিক মামলা হয়েছে ৷ এসএসসি (SSC Recruitment) থেকে প্রাথমিকে নিয়োগ (Primary Recruitment), প্রতিটি ক্ষেত্রেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷ যার জেরে সম্প্রতি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হয়েছেন হেভিওয়েট তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ৷ তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) একাধিক ফ্ল্যাট থেকে সব মিলিয়ে প্রায় 50 কোটি টাকা ও আরও অনেক সামগ্রী উদ্ধার করেছে ইডি ৷
এই পরিস্থিতিতে শুক্রবার কলকাতা হাইকোর্টে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলার (Bengal Recruitment Scam) শুনানি হয় ৷ সেই শুনানিতেই বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, "আদালতকে কথায় কথায় টেনে আনার আগে সতর্ক থাকা উচিত যেকোনও ব্যক্তির । রাজনৈতিক ক্ষেত্রে বিচারালয়কে বারবার টেনে আনলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে ।"
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে বেশ কয়েকবার প্রকাশ্যে জনসভায় বলতে শোনা গিয়েছে যে রাজ্যে 18 হাজার শিক্ষকের পদ শূন্য ৷ সেই শূন্যপদে নিয়োগে প্রস্তুত রাজ্য সরকার ৷ কিন্তু আদালতে মামলা চলায় ওই নিয়োগ করা যাচ্ছে না ৷ গত 21 জুলাই কলকাতার ধর্মতলায় শহিদ দিবসের মঞ্চ থেকে একই দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷