কলকাতা, 22 জুলাই:স্কুলে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির (School Recruitment Scam) তদন্তে নিযুক্ত সিবিআই (CBI) আধিকারিক ধরমবীর সিংকে আগামী সোমবার আদালতে হাজিরার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly) ৷ উল্লেখ্য, সংশ্লিষ্ট দুর্নীতির তদন্তের জন্য কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে ছ'জন সিবিআই আধিকারিকের বিশেষ তদন্তকারী দল বা 'সিট' গঠন করা হয়েছিল ৷ সেই দলের অন্যতম সদস্য ধরমবীর সিং ৷ তাঁর আচরণে ক্ষুব্ধ হয়েই বিচারপতি গঙ্গোপাধ্য়ায় তাঁকে আদালতে হাজিরার নির্দেশ দেন ৷
এর পাশাপাশি, সিবিআই-এর আইনজীবীর ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ তবে, শেষ পর্যন্ত সিবিআই-এর ওই আইনজীবী বিল্বদল ভট্টাচার্য মামলা থেকে অব্যাহতি নেওয়ার ইচ্ছা প্রকাশ করায় তাঁকে তৎক্ষণাৎ এই মামলা থেকে অব্য়াহতি দিয়েছেন বিচারপতি ৷ আগামী দিনে এই সংক্রান্ত সমস্ত মামলাতেই সিবিআই-এর হয়ে অন্য কোনও আইনজীবী সওয়াল করবেন ৷
আরও পড়ুন:Primary Recruitment Scam: পার্থ ঘনিষ্ঠ 10 জনকে প্রাথমিকে বেআইনি চাকরি, অভিযোগ জমা হাইকোর্টে