পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Justice Abhijit Gangopadhyay :'মিডিয়া জ্যাঠামশাই নয়, ভারতীয় মিডিয়া ডেনজারাস...' কেন বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ?

আইনজীবীদের একাংশের অভিযোগ, সংবাদমাধ্যমে এমন কিছু বিষয় চলে আসছে যা কোনও নির্দেশ নয় । আদালতের রায়ে তা বলাই হয়নি, অথচ সেসব মিডিয়ার একাংশে রিপোর্ট করা হচ্ছে । এই প্রসঙ্গেই মন্তব্য করেন বিচারপতি গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay) ৷

cal HC Justice Abhijit Gangopadhyay
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

By

Published : Jun 23, 2022, 6:52 PM IST

কলকাতা 23 জুন: "মিডিয়া জ্যাঠামশাই না । ভারতীয় মিডিয়া ডেনজারাস । দূরে থাকাই ভাল । অত গুরুত্ব দেওয়ার কিছু নেই ৷ তবে আমি তাদের সঙ্গে কথা বলতেও ভালবাসি ।" বৃহস্পতিবার এই মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (justice Abhijit Gangopadhyay comments on media) ।

আইনজীবীদের একাংশের অভিযোগ, সংবাদমাধ্যমে এমন কিছু বিষয় চলে আসছে যা কোনও নির্দেশ নয় । আদালতের রায়ে তা বলাই হয়নি ৷ সেসব মিডিয়াতে রিপোর্ট করা হচ্ছে । এই ব্যাপারে আইনজীবীরা বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে বলেন, "মিডিয়া বাড়াবাড়ি করছে । এই কারণে আমরা মিডিয়াকে এড়িয়ে চলি ।"

এই প্রসঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, "মিডিয়া জ্যাঠামশাই নয় । এত গুরুত্ব দেওয়ার কিছু নেই ৷" প্রসঙ্গত বুধবার এক সংবাদ পোর্টালে বর্ষীয়ান এক কংগ্রেস নেতা ও আইনজীবী বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কড়া সমালোচনা করে লেখা হয়েছে, গঙ্গোপাধ্যায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ না-দিয়েই অনেক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিচ্ছেন । হাততালি কুড়োতে গিয়ে তিনি আইন মানছেন না । রোজ আদালতে গ্যালারি শো করছেন । আইনের চোখে এটা গ্রহণযোগ্য নয়।

আরও পড়ুন : এসএসসি দুর্নীতি তদন্তে বাগ কমিটির হাতে থাকা নথি সিবিআই'কে হস্তান্তরের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

এই প্রসঙ্গ টেনে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, "আমি শুনেছি আমার খুব সমালোচনা হচ্ছে । কিন্তু আমি যে কাজগুলি করেছি সেখানে ভুল কোথায় দেখানো হোক । আমি কতটা আইন জানি, না-জানি তা নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে । কয়েক মাস যাক সবাই দেখতে পাবেন !"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details