পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ, শূন্য আসন 180 - airports authority of india

আপনি কি B.Tech করেছেন? তাহলে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ায় (AAI) আপনার জন্য রয়েছে দারুণ সুযোগ। মোট 180 জন জুনিয়র এক্সিকিউটিভকে নিয়োগ করবে AAI।

চাকরির খবর
চাকরির খবর

By

Published : Aug 8, 2020, 7:00 AM IST

জুনিয়র এক্সিকিউটিভ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল এয়ারপোর্ট অথারিটি অফ ইন্ডিয়া। তিনটি ইঞ্জিনিয়ারিং বিভাগে মোট 180 জনকে নিয়োগ করা হবে। তিনটি পদ হল সিভিল, ইলেক্ট্রিকাল ও ইলেক্ট্রনিক্স। অনলাইন আবেদনের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।

আসন সংখ্যা :

সিভিল ইঞ্জিনিয়ারিং-এ 15, ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিং-এ 15 ও ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং-এ 150টি শূন্য আসন রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা :

  • জুনিয়র এক্সিকিউটিভ (সিভিল ইঞ্জিনিয়ারিং) পদে আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং-এর স্নাতক স্তরে 60 শতাংশ নম্বর থাকতে হবে।
  • জুনিয়র এক্সিকিউটিভ (ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিং) পদে আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিং-এর স্নাতক স্তরে 60 শতাংশ নম্বর থাকতে হবে।
  • জুনিয়র এক্সিকিউটিভ (ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং) পদে আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং-এর স্নাতক স্তরে 60 শতাংশ নম্বর থাকতে হবে।

বয়সসীমা :

এই পদগুলির জন্য আবেদনকারীর বয়স 02.09.2020-র মধ্যে 27 বছরের ভিতরে থাকতে হবে।

আবেদনের প্রক্রিয়া :

আগ্রহী ও যোগ্য প্রার্থীরা এয়ারপোর্ট অথারিটি অফ ইন্ডিয়া (www.aai.aero) অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন জানাতে পারবেন। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে 3 অগাস্ট, 2020 থেকে। আবেদন করা যাবে 2 সেপ্টেম্বর, 2020 পর্যন্ত।

আবেদনের ফি :

এই পদের জন্য আবেদন করতে ফি লাগবে 300 টাকা। অনলাইনে ডেবিট/ক্রেডিট বা নেট ব্যাঙ্কিং-এর মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে। বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখুন।

গুরুত্বপূর্ণ তারিখ :

আবেদন পত্র জমা দেওয়া শুরু হয়েছে : 03.08.2020

আবেদন পত্র জমা দেওয়া যাবে : 02.09.2020

চাকরির খবরটুকু শুধুমাত্র দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু নয় । প্রার্থীদের কাছে অনুরোধ, বিস্তারিত তথ্য জানতে পরীক্ষা সংক্রান্ত আসল সরকারি বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন।

ABOUT THE AUTHOR

...view details