কলকাতা, 2 জুলাই: দাবি পূরণের লক্ষ্যে ও আন্দোলনকে জোরদার করতে এবার রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন গড়লেন কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তাররা । দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য আন্দোলনের ডাক দিলেন তাঁরা । কোরোনা রোগীদের সঙ্গে সঙ্গে অন্য রোগীদের চিকিৎসা পরিষেবা চালু ও মেডিকেল পড়ুয়া জুনিয়র ডাক্তারদের পঠন-পাঠন তথা প্রশিক্ষণ শুরুর দাবিতে বুধবার থেকে আন্দোলন শুরু হয়েছে ।
বুধবারই আন্দোলনরত জুনিয়র ডাক্তার ও মেডিকেল পড়ুয়ারা জানিয়েছিলেন, বৃহস্পতি ও শুক্রবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6 টা পর্যন্ত অবস্থান-বিক্ষোভ চলবে । এর মধ্যে দাবি পূরণ না হলে লাগাতার আন্দোলনের পথে যাবেন তাঁরা । সেই মতো বৃহস্পতিবার সকালে ফের অবস্থান বিক্ষোভে বসেন । এরপর আন্দোলনের পরবর্তী রূপরেখা তৈরিতে বৈঠক করেন তাঁরা । বৃহস্পতিবার বিকেলে তাঁরা সিদ্ধান্ত নেন, আজ থেকেই অনির্দিষ্টকালের আন্দোলন শুরু হবে । শুধুমাত্র লাগাতার আন্দোলনের সিদ্ধান্ত নেওয়াই নয়, দাবি পূরণের লক্ষ্যে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডাক্তাররা তৈরি করলেন রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন । আপাতত এই সংগঠনের অধীনে আন্দোলন চলবে । কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তার ও মেডিকেল পড়ুয়ারা কেন এই আন্দোলনে শামিল হলেন, তাঁদের দাবি কী, এই বিষয়ে শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে একটি খোলা চিঠিও দেওয়া হবে । রোগীদের জন্যও আন্দোলনকারীরা বার্তা দিতে চান ।