কলকাতা, 4 জুন : গান গাইতে এসে কেকে'র অকালপ্রয়াণের ক্ষত এখনও দগদগে । বারবার উঠে আসছে অনুষ্ঠানের উদ্যোক্তাদের গাফিলতির কথা । জনপ্রিয় গায়কের মৃত্যুর পর ওম পুরির স্ত্রী নন্দিতা পুরি সিবিআই তদন্তের দাবি জানিয়ে তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন, ‘‘কলকাতাই কেকে'র প্রাণ কেড়েছে । রাজ্য সরকার নজরুল মঞ্চে তাঁদের দোষ ঢাকার জন্য সম্মান (গান স্যালুট) দিয়েছে । 2.5 হাজারের অডিটরিয়ামে 7 হাজার জন ছিল, এসি কাজ করছিল না ৷ গায়ক 4 বার অভিযোগ করেছিলেন, কিন্তু কোনও সুরাহা হয়নি । কোনও ফার্স্ট এড ছিল না । এই ঘটনায় সিবিআই তদন্ত চাই । তার আগে পর্যন্ত বাঙালিদের বয়কট করা উচিত ।’’
এই ঘটনা নিয়ে যখন বিতর্ক তুঙ্গে, তখনই আগুনে কার্যত ঘি ঢেলেছেন দুই জনপ্রিয় গায়ক-গায়িকা ৷ শিয়ালদা সুরেন্দ্রনাথ কলেজের ফেস্ট-এ আসবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন সুনিধি চৌহান ও জুবিন নটিয়াল । ফলে, বাধ্য হয়েই ফেস্ট বাতিলের কথা ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ । যদিও সূত্রের খবর, কেকে'র মৃত্যুর ঘটনার পরে দিন সাতেকও কাটেনি। বিতর্ক এড়াতে উদ্যোক্তারাই সাময়িকভাবে এই ফেস্ট স্থগিত রেখেছে । কলেজের এই সিদ্ধান্তের কথা জানিয়েও দেওয়া হয়েছে মুম্বইয়ের দুই সঙ্গীতশিল্পীকে । কিন্তু, এবার আসল ঘটনা কী এবং তার সত্যতা নিয়ে প্রশ্ন থেকেই যায় (Jubin Nautiyal Sunidhi Chauhan canceled show due to KKs death)।
এরই মাঝে খবর, আগামী মাসেই কলকাতায় শো করতে আসছেন সোনু নিগম । সূত্রের খবর, এই ব্যাপারে সংগঠক তোচন ঘোষের সঙ্গে শিল্পীর কথাও এগিয়েছে । প্রসঙ্গত, সদ্যপ্রয়াত কৃষ্ণকুমার কুন্নাথকে কলকাতায় আনার পিছনেও মূল হোতা ছিলেন তোচন ঘোষই ৷ এর আগে ‘সিটি অফ জয়’-এ এসে শ্রোতার মন জয় করে গিয়েছেন আরব সাগরের পাড়ের বহু শিল্পী ৷ লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, শান, অভিজিৎ, সুনিধি চৌহান, জুবিন- তালিকাটা শেষ হওয়ার নয় । সেই সমস্ত সোনালী অতীত এক লহমায় কালিমালিপ্ত হয়ে পড়েছে ৷