পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

হামলার প্রতিবাদে যাদবপুরের পড়ুয়াদের মিছিল - JNU attack

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের প্রতিবাদ মিছিল ৷ মিছিল থেকে BJP এবং RSS-এর ছাত্র সংগঠন ABVP-র বিরুদ্ধে স্লোগান দেওয়া হয় ৷ পোড়ানো হয় BJP-র পতাকাও ৷

JU students protest against JNU violence
প্রতিবাদ মিছিল যাদবপুরে

By

Published : Jan 6, 2020, 1:55 AM IST

Updated : Jan 6, 2020, 2:35 AM IST

কলকাতা, 6 জানুয়ারি : জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রবিবার সন্ধ্যায় দুষ্কৃতীদের তাণ্ডবের প্রতিবাদে মিছিল করল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা । রবিবার রাত 10টা নাগাদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেট থেকে মিছিলটি বের হয় । মিছিলে বিশ্ববিদ্যালয়ের অনেক প্রাক্তন পড়ুয়াও যোগ দেন ।

মিছিল থেকে BJP এবং RSS-এর ছাত্র সংগঠন ABVP-র বিরুদ্ধে স্লোগান দেওয়া হয় ৷ এছাড়া BJP-র পতাকা পোড়ানো হয় ৷ পাশাপাশি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানানো হয় ৷

প্রতিবাদ মিছিল যাদবপুরে

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের পাশাপাশি সেখানকার শিক্ষক সংগঠন JUTA ঘটনার তীব্র নিন্দা করেছে ৷ JUTA-র সম্পাদক পার্থপ্রতিম রায় বলেছেন, "এই ঘটনায় আমরা হতবাক ও আতঙ্কিত ৷ জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন করছি, অবিলম্বে সেখানে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা হোক ৷ এই রক্তপাত ও হিংসা বন্ধ করতে ব্যবস্থা নিক কেন্দ্র ও দিল্লি সরকার ৷ বিভিন্ন সূত্র থেকে যা জানতে পেরেছি তাতে মনে হচ্ছে দুষ্কৃতীরা বিশেষ একটি রাজনৌতিক দলের অনুগত ৷ যদি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা নিরাপদ না থাকেন, তাহলে আমরা কী করে দাবি করব যে এক সভ্য সমাজে বাস করছি ? সমাজের সর্বস্তরের মানুষের কাছে আবেদন করছি এই ঘটনার প্রতিবাদে সরব হন । "

পোড়ানো হয় BJP-র পতাকা
Last Updated : Jan 6, 2020, 2:35 AM IST

ABOUT THE AUTHOR

...view details