পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ডিসেম্বরে ইঞ্জিনিয়ারিংয়ের ফাঁকা আসনে বি-কেন্দ্রীভূত কাউন্সেলিং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে - যাদবপুরে ইঞ্জিনিয়ারিং কোর্স

চলতি বছর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির অধীনস্থ 16টি বিভাগে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মেসি ও আর্কিটেকচারের স্নাতক কোর্সে মোট 1253 টি আসন রয়েছে। যার মধ্যে তিনটি অনলাইন কাউন্সেলিংয়ের মাধ্যমে 1239 জন পড়ুয়াকে আসন অ্যালট করেছিল পশ্চিমবঙ্গ জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা বোর্ড ।

ju_engineering_ug_admission_via_decentralized_counselling
ডিসেম্বরে ইঞ্জিনিয়ারিংয়ের ফাঁকা আসনে অনলাইনে বি-কেন্দীভূত কাউন্সেলিং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের

By

Published : Dec 9, 2020, 10:53 PM IST

কলকাতা, 9 ডিসেম্বর : কোরোনা আবহে ভিনরাজ্যে পাড়ি দিতে চাইবে না রাজ্যের পড়ুয়ারা । ফলে, যাদবপুরে ইঞ্জিনিয়ারিং কোর্সগুলিতে ভরতির চাহিদা বাড়বে । এবছর এমনই আশা দেখেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । কিন্তু, শেষ পর্যন্ত দেখা গেল ইঞ্জিনিয়ারিংয়ে 450এর বেশি আসন ফাঁকা রয়েছে । বিগত কয়েক বছরের রেকর্ডে যা সব থেকে বেশি । তবে, অন্যান্য বছরের মতো শেষ পর্যন্ত এই আসনগুলিও ভরে যাবে বলে আশাবাদী কর্তৃপক্ষ । সেই উদ্দেশ্যে এবার বি-কেন্দ্রীভূত কাউন্সেলিংয়ের প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয়। জানা গেছে, ডিসেম্বরেই ফাঁকা আসনগুলি ভরতে বি-কেন্দ্রীভূত কাউন্সেলিং হবে ।

চলতি বছর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির অধীনস্থ 16টি বিভাগে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মেসি ও আর্কিটেকচারের স্নাতক কোর্সে মোট 1253 টি আসন রয়েছে। যার মধ্যে তিনটি অনলাইন কাউন্সেলিংয়ের মাধ্যমে 1239 জন পড়ুয়াকে আসন অ্যালট করেছিল পশ্চিমবঙ্গ জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা বোর্ড । কিন্তু, তার মধ্যে 800-র কিছু বেশি পড়ুয়া ভরতি হওয়ার জন্য অনলাইনে আবেদন জানায় । তখনই চারশো তিরিশের বেশি আসন ফাঁকা থেকে যায় । আশঙ্কা ছিল, সব আবেদনকারী ভরতি প্রক্রিয়া সম্পন্ন করবেন না। ফলে আরও আসন খালি থেকে যেতে পারে। সেই আশঙ্কা সত্যিও প্রমাণিত হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ভরতি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে সাড়ে চারশোর বেশি আসন ফাঁকা রয়েছে। এই বিপুল সংখ্যক আসন ভরাতে বি-কেন্দ্রীভূত কাউন্সেলিংয়ের পথে হাঁটার ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন : হচ্ছে না সমাবর্তন, পড়ুয়াদের ডিজিটাল সার্টিফিকেট দেবে যাদবপুর বিশ্ববিদ্যালয়
যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানাচ্ছে মোট 480টির আশপাশে আসন খালি রয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের শাখাগুলিতে। সেই আসনগুলি পূরণের জন্য করা হবে বি-কেন্দ্রীভূত কাউন্সেলিং। কবে থেকে সেই কাউন্সেলিং শুরু হবে তা নিয়ে সিদ্ধান্ত হয়নি। তবে, ডিসেম্বর মাসেই কাউন্সেলিং হবে বলে জানান সহ-উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য । তিনি আরও জানান যে, কোরোনা আবহে এই কাউন্সেলিংও অনলাইনেই করা হবে ৷

ABOUT THE AUTHOR

...view details