কলকাতা, 19 অক্টোবর : সম্প্রতি অভিনেতা রাহুল চক্রবর্তী প্রকাশ্যে রাজ্য বিজেপির সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদারের (Jay Prakash Majumdar) বিরুদ্ধে তাঁর থেকে টাকা নিয়ে বিধানসভা ভোটের টিকিট দেওয়ার অভিযোগ করেন । আর এই অভিযোগ সামনে আসতেই রাজ্য রাজনীতির অঙ্গন আলোড়িত হয় ৷ যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেন জয়প্রকাশ ৷ একই ইস্যুতে জয়প্রকাশের বিরুদ্ধে তোপ দাগলেন দলের সহ-সভাপতি জয় বন্দ্যোপাধ্যায় (Joy Banerjee) । তাঁর দাবি, "যা রটে তার কিছুটা ঘটে ।"
জয় বলেন, "জয়প্রকাশবাবু নিজেও কংগ্রেস থেকে বিজেপিতে এসেছিলেন ৷ 2014 সালে তাঁর দলে আসার পরে বিভিন্ন সময়ে তাঁর বিরুদ্ধে নানা আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে । তাঁকে নির্দোষ প্রমাণ করাটা খুবই জরুরি । তাঁর কার্যকলাপে বিজেপির ভাবমূর্তি নষ্ট হচ্ছে ।" জয়ের দাবি, সামনেই উপ-নির্বাচন । এই অভিযোগের ফলে সাধারণ মানুষের মনে বিজেপিকে নিয়ে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে ৷ তিনি জয়প্রকাশকে পরামর্শ দিয়ে বলেন, "যদি তিনি টাকার কথা নাই বলেন তাহলে অবিলম্বে চ্যালেঞ্জ করুন রাহুল চক্রবর্তীকে ।"
পাশাপাশি তিনি আক্ষেপ করে বলেন, "2014 সালে বিজেপির মধ্যে পারস্পরিক ভালবাসা, নেতৃত্বের একাগ্রতা দেখা যেত । এখন তা নেই ।" তিনি দলীয় নেতৃত্বকে সতর্ক করে বলেন, "যদি মানুষের সামনে উনি টাকা নেননি সেটা প্রমাণ করতে না পারেন, তাহলে আগামী উপ-নির্বাচনে বিজেপি শূন্য আসন পাবে । আমি নিজেও অনেক কেন্দ্রীয় স্তরের পদে রয়েছি । এখানে প্রচুর টাকা রোজগার করার উপায় রয়েছে । কিন্তু কোনওদিন আমার বিরুদ্ধে কেউ একটাও আর্থিক দুর্নীতির অভিযোগ আনতে পারবে না ।" তাই তিনি অবিলম্বে জয়প্রকাশ মজুমদারকে পরামর্শ দেন যাতে তিনি যে নির্দোষ তা প্রমাণ করতে ৷ আর তা না পারলে তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হয়ে উঠবে । তা হলে আগামী দিনে এই রাজ্যে বিজেপি কোনও রাজনৈতিক প্রতিযোগী হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না ।
পাশাপাশি জয় রাজ্য নেতাদের স্মরণ করিয়ে বলেন, "ভবানীপুর কেন্দ্রে দারুণ ফাইট হবে বলেছিলেন রাজ্য নেতৃত্ব । কিন্তু নির্বাচনের দিনেই আমি বলেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চাশ হাজারের বেশি ভোটে জিতবেন ।"
আরও পড়ুন : Joy Banerjee : মমতার বিরুদ্ধে অবাঙালিকে প্রার্থী করাই ভুল সিদ্ধান্ত, দাবি জয়ের