কলকাতা, 2জুলাই : কোরোনা আক্রান্ত হলেন রাজ্যের ভূমি দপ্তরের যুগ্ম সচিব।তিনি বর্তমানে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।উচ্চপদস্থ এই আধিকারিক কোরোনা আক্রান্ত হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে প্রশাসনিক মহলে।
কোরোনা আক্রান্ত রাজ্যের ভূমি দপ্তরের যুগ্ম সচিব - State health department
রাজ্যের ভূমি দপ্তরের যুগ্ম সচিব কোরোনা আক্রান্ত হলেন। তিনি মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে শুক্রবার কাজে যোগ দেন। শনিবার তার জ্বর আসলে, নমুনা পরীক্ষা করানো হয়। আজ নমুনা রিপোর্ট পজিটিভ আসে।
কোরোনাআক্রান্ত রাজ্যের ভূমি দপ্তরের যুগ্ম সচিব
জানা গিয়েছে,কোরোনা আক্রান্ত ওইIASঅফিসার এতদিন মাতৃত্বকালীন ছুটিতেছিলেন। গত শুক্রবার তিনি ফের কাজে যোগ দেন। এরপরে শনিবারই তাঁর জ্বর আসে। ধীরেধীরে কোরোনার অন্যান্য উপসর্গ দেখা দেওয়ায় তাঁর নমুনা পরীক্ষা করানো হয়। আজ সেইরিপোর্ট পজেটিভ আসে। এরপরই তাঁকে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করানোহয়।
রাজ্যে এই প্রথম কোনওIASঅফিসার কোরোনা আক্রান্ত হলেন।ইতিমধ্যে ওই অফিসারের বিবাদীবাগের অফিস স্যানিটাইজ করা হয়েছে। শুক্রবার তারসংস্পর্শে যারা এসেছিলেন,তাদের হোম কোয়ারানটিনে পাঠানো হয়েছে। ওই অফিসারের পরিবারের আরওকেউ কোরোনা আক্রান্ত হয়েছেন কিনা,তা খতিয়ে দেখছে স্বাস্থ্য দপ্তর।