কলকাতা, 15 জুন : প্রকাশিত হয়েছে এ বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফল । এবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পালা । 17 জুন অর্থাৎ শুক্রবার প্রকাশিত হবে এবছরের জয়েন্টের রেজাল্ট (joint entrance results to be published on 17 June)। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের পক্ষ থেকে আজ বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে ।
পরীক্ষার মাত্র দেড় মাসের মধ্যে প্রকাশিত হতে চলেছে ফলাফল । 17 জুন বোর্ডের পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠকে (JEE 2022) জয়েন্টের ফলাফল প্রকাশ করা হবে । এবার পরীক্ষা নেওয়া হয়েছিল 30 এপ্রিল । পরীক্ষা হয়েছিল অফলাইনে । যেসব বিভাগে পরীক্ষা নেওয়া হয়েছিল সেগুলি হল : ইঞ্জিনিয়ারিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ফার্মেসি এবং আর্কিটেকচার ।
শুক্রবার বিকেল 4 টে থেকেই পরীক্ষার্থীরা ওয়েবসাইটে দেখতে পাবে রেজাল্ট এবং ব়্যাঙ্ক কার্ড (Rank Card) ডাউনলোড করতে পারবে ।