শর্ট সার্ভিস কমিশন্ড (SSC) অফিসার নিয়োগ করবে ভারতীয় সেনাবাহিনী ও আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিসেস। মোট 300টি আসনে এই নিয়োগ করা হবে। এই পদের জন্য নারী-পুরুষ নির্বিশেষে আবেদন জানাতে পারবেন। আগ্রহীরা ইন্ডিয়ান আর্মি ও আর্মড ফোর্সেস মেডিকাল সার্ভিসেসের অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে অনলাইনে আবেদন জানাতে পারবেন। এই পদের জন্য প্রয়োজনীয় তথ্য ও শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হল...
1. আসন সংখ্যা :
এই পদের জন্য মোট 300 জনকে নিয়োগ করা হবে। যার মধ্যে পুরুষদের জন্য রয়েছে 270টি আসন ও মহিলাদের জন্য রয়েছে 30টি আসন।
2. শিক্ষাগত যোগ্যতা :
- আবেদনকারীদের অবশ্যই মেডিকেলের যোগ্যতা থাকতে হবে।
- আবেদনকারীদের অবশ্যই যেকোনও সেস্ট মেডিকেল কাউন্সিল/MCI-র স্থায়ী রেজিস্ট্রেশন থাকতে হবে।
- সেস্ট মেডিকেল কাউন্সিল/MCI/NBE থেকে পোস্ট গ্র্যাজুয়েটে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে।
3. বয়সসীমা : আবেদনকারীর বয়স 31.12.2020-র মধ্যে 45 বছরের নিচে থাকতে হবে।