কলকাতা, 26 জুলাই: কলেজ সার্ভিসের নিয়োগ দুর্নীতির অভিযোগে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি দিল মেধাতালিকা ভুক্ত নিয়োগপত্র না পাওয়া প্রার্থীরা (Job Seekers Write Letter to CM Over College Service Commission Scam) ৷ যেখানে তাঁরা উল্লেখ করেছেন, 2018 সালে কলেজ সার্ভিসের নিয়োগ সংক্রান্ত দুর্নীতির যাবতীয় বিষয় ও তথ্য জানিয়ে চাকরিপ্রার্থীরা মুখ্যমন্ত্রী ও সরকারি বিভিন্ন দফতরে একাধিক ইমেল ও চিঠি দিয়েছেন তাঁরা ৷ এমনকি নবান্নে গিয়েও তাঁরা চিঠি দিয়েছিলেন ৷ এসএসসি দুর্নীতির মামলার আবহে, ফের একবার কলেজে নিয়োগ দুর্নীতি বিষয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আজ ফের চাকরিপ্রার্থীরা মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে ৷
ওই চিঠিতে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী মিডিয়া ও জনসভা মেধাবী ও যোগ্যদের চাকরি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ৷ কিন্তু, শুধু এসএসসি নয় কলেজ সার্ভিস কমিশনের নিয়োগেও বিপুল দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে ৷ তাঁরা অভিযোগ করেছেন, প্রকৃত মেধাবী ও যোগ্যরা বঞ্চিত হচ্ছেন ৷ দাবি করা হয়েছে, তাঁদের কাছে যা প্রমাণ রয়েছে, তাতে কলেজ দুর্নীতির কাছে এসএসসি অতি সামান্য ৷ অভিযোগ করা হয়েছে, 2020 সালে অধ্যাপক নিয়োগের প্যানেল প্রকাশের সময় থেকেই একাধিকবার চিঠি ও ইমেল করা হয়েছে ৷