পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

College Service Commission Scam: কলেজ সার্ভিস নিয়োগে দুর্নীতি, মুখ্যমন্ত্রীকে চিঠিতে অভিযোগ মেধাতালিকা ভুক্ত চাকরিপ্রার্থীদের

কলেজ সার্ভিস কমিশনেও দুর্নীতি হয়েছে ৷ এই অভিযোগে এ বার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষায় মেধাতালিকা ভুক্ত, কিন্তু নিয়োগপত্র না পাওয়া চাকরিপ্রার্থীরা (Job Seekers Write Letter to CM Over College Service Commission Scam) ৷ যেখানে তৎকালীন শিক্ষামন্ত্রী এবং কমিশনের চেয়ারম্যানের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ করেছেন তাঁরা ৷

job-seekers-write-letter-to-cm-over-college-service-commission-scam
job-seekers-write-letter-to-cm-over-college-service-commission-scam

By

Published : Jul 26, 2022, 3:53 PM IST

কলকাতা, 26 জুলাই: কলেজ সার্ভিসের নিয়োগ দুর্নীতির অভিযোগে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি দিল মেধাতালিকা ভুক্ত নিয়োগপত্র না পাওয়া প্রার্থীরা (Job Seekers Write Letter to CM Over College Service Commission Scam) ৷ যেখানে তাঁরা উল্লেখ করেছেন, 2018 সালে কলেজ সার্ভিসের নিয়োগ সংক্রান্ত দুর্নীতির যাবতীয় বিষয় ও তথ্য জানিয়ে চাকরিপ্রার্থীরা মুখ্যমন্ত্রী ও সরকারি বিভিন্ন দফতরে একাধিক ইমেল ও চিঠি দিয়েছেন তাঁরা ৷ এমনকি নবান্নে গিয়েও তাঁরা চিঠি দিয়েছিলেন ৷ এসএসসি দুর্নীতির মামলার আবহে, ফের একবার কলেজে নিয়োগ দুর্নীতি বিষয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আজ ফের চাকরিপ্রার্থীরা মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে ৷

ওই চিঠিতে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী মিডিয়া ও জনসভা মেধাবী ও যোগ্যদের চাকরি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ৷ কিন্তু, শুধু এসএসসি নয় কলেজ সার্ভিস কমিশনের নিয়োগেও বিপুল দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে ৷ তাঁরা অভিযোগ করেছেন, প্রকৃত মেধাবী ও যোগ্যরা বঞ্চিত হচ্ছেন ৷ দাবি করা হয়েছে, তাঁদের কাছে যা প্রমাণ রয়েছে, তাতে কলেজ দুর্নীতির কাছে এসএসসি অতি সামান্য ৷ অভিযোগ করা হয়েছে, 2020 সালে অধ্যাপক নিয়োগের প্যানেল প্রকাশের সময় থেকেই একাধিকবার চিঠি ও ইমেল করা হয়েছে ৷

কলেজ সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতির অভিযোগে মুখ্যমন্ত্রী

যেখানে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন কলেজ সার্ভিস কমিশনে মেধাতালিক ভুক্ত চাকরিপ্রার্থীরা ৷ তাঁরা দাবি করেছেন, 2018 সালে কলেজ সার্ভিস কমিশনের নিয়োগে যে দুর্নীতি হয়েছে, সেই দায় প্রাক্তন শিক্ষামন্ত্রী এড়াতে পারেন না ৷ সেখানে কমিশনের চেয়ারম্যান দীপক কর এবং উচ্চশিক্ষা দফতর এবং কলেজ সার্ভিস কমিশনের বিভিন্ন আধিকারিকদের বিরুদ্ধেও দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ করা হয়েছে মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে ৷ সেখানে চাকরিপ্রার্থীরা দাবি করেছেন, তাঁদের কাছে সেই সব আধিকারিকদের নাম রয়েছে ৷

চিঠিতে উল্লেখ পার্থ চট্টোপাধ্যায় এবং কমিশন চেয়ারম্যানের নাম

আরও পড়ুন:দোষী প্রমাণিত হলে ব্যবস্থা, মমতা 'ঠিকই বলেছেন !' কলকাতায় ফিরে বললেন পার্থ

কলেজ সার্ভিসে মেধাতালিকা ভুক্ত চাকরিপ্রার্থীরা দাবি করেছেন, অবিলম্বে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান দীপক কর সহ-অন্যান্য আধিকারিকদের তদন্তের আওতায় নিয়ে আসা হোক ৷ সেই সঙ্গে, দুর্নীতির কারণে বঞ্চিতদের কলেজ সার্ভিস কমিশনের চাকরিতে নিয়োগ করতে হবে বলে মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে দাবি করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details