পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

পঞ্চসায়র গণধর্ষণে ধৃত নাবালককে প্রাপ্তবয়স্ক বিবেচনার আবেদন গ্রহণ JJB-র

পঞ্চসায়র গণধর্ষণ মামলায় জুভেনাইল জাস্টিস বোর্ডের কাছে অভিযুক্ত নাবালককে প্রাপ্তবয়স্ক বিবেচনা করার আবেদন জানায় কলকাতা পুলিশ । সেই আবেদন আজ গ্রহণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর । JJB-র নির্দেশ, অভিযুক্তের মনস্তাত্ত্বিক টেস্ট করতে হবে । সেই সূত্রে নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালের গঠন করা হচ্ছে একটি বোর্ড ।

-a-minor-victim-of-panchasayar-gangrape-case
পঞ্চসায়র গণধর্ষণে ধৃত নাবালক

By

Published : Dec 6, 2019, 4:32 PM IST

কলকাতা, 6 ডিসেম্বর : ব্যতিক্রমী ঘটনা । কলকাতা পুলিশের ইতিহাসে খুব কম বারই জানানো হয়েছে এমন আবেদন । পঞ্চসায়র গণধর্ষণ মামলায় জুভেনাইল জাস্টিস বোর্ডের কাছে অভিযুক্ত নাবালককে প্রাপ্তবয়স্ক বিবেচনা করার আবেদন জানায় কলকাতা পুলিশ । সেই আবেদন গতকাল গ্রহণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর । JJB-র নির্দেশ, অভিযুক্তের মনস্তাত্ত্বিক টেস্ট করতে হবে । সেই সূত্রে নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালের গঠন করা হচ্ছে একটি বোর্ড । 19 ডিসেম্বরের আগে এই টেস্ট করবে । তারপর রিপোর্ট জমা দেবে ওই বোর্ড । উল্লেখ্য, ওই অভিযুক্তের প্রাপ্তবয়স্ক হতে আর বেশি দিন বাকি নেই‌ ।

পঞ্চসায়রে বিশেষভাবে সক্ষম মহিলাকে গণধর্ষণের তদন্তে নেমে রীতিমতো বেগ পেতে হয়েছিল কলকাতা পুলিশকে । একদিকে যুবতির অসংলগ্ন কথাবার্তা, অন্যদিকে মূল অভিযুক্ত উত্তম রামের প্রতি মুহূর্তে বিভ্রান্ত করার চেষ্টা । সব মিলিয়ে এই গণধর্ষণ মামলার তদন্তে প্রতিদিন রঙ পালটেছে । উত্তম পুলিশি জেরায় জানিয়েছে ওই মহিলাকে ধর্ষণ করে ওই নাবালকই । যদিও নাবালক জানিয়েছে, ধর্ষণ করেছে তারা দুজনেই ।

প্রায় 100 CCTV-র ফুটেজে কোথাও দ্বিতীয় ব্যক্তির উপস্থিতি দেখা যায়নি । ফলে গণধর্ষণের বিষয়টি নিয়েই প্রশ্ন উঠেছিল । অথচ তদন্তকারীরা জানতে পেরেছেন সন্ধে 8টা থেকে উত্তোলন গাড়িতে ছিল ওই নাবালক । বিকেল 4টার সময় নয়াবাদে এক ব্যক্তির সঙ্গে মদ্যপান করতে দেখা গেছিল উত্তম এবং নাবালককে । ওই ব্যক্তি প্রথম পুলিশকে জানায় উত্তমের সঙ্গে ছিল এক নাবালক । পরে উত্তমকে বারবার জেরা করায় উঠে আসে নাবালকের উপস্থিতির কথা।

গত 21 নভেম্বর নাবালককে পেশ করা হয়েছিল JJB-র কাছে । প্রাপ্তবয়স্ক হিসেবে চিহ্নিত করার যে আইনি সংস্থান রয়েছে তা প্রয়োগ করা হবে । সবটা দেখে নিয়ে বোর্ড পুলিশকে অভিযুক্ত আর্থ-সামাজিক রিপোর্ট জমা দিতে বলে । ইতিমধ্যেই সেই রিপোর্ট গ্রহণ করেছে বোর্ড । আর তারপর এই নির্দেশ দেওয়া হয়েছে অভিযুক্ত মনস্তাত্ত্বিক বিশ্লেষণের ।

ABOUT THE AUTHOR

...view details