কলকাতা, 6 ডিসেম্বর : ব্যতিক্রমী ঘটনা । কলকাতা পুলিশের ইতিহাসে খুব কম বারই জানানো হয়েছে এমন আবেদন । পঞ্চসায়র গণধর্ষণ মামলায় জুভেনাইল জাস্টিস বোর্ডের কাছে অভিযুক্ত নাবালককে প্রাপ্তবয়স্ক বিবেচনা করার আবেদন জানায় কলকাতা পুলিশ । সেই আবেদন গতকাল গ্রহণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর । JJB-র নির্দেশ, অভিযুক্তের মনস্তাত্ত্বিক টেস্ট করতে হবে । সেই সূত্রে নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালের গঠন করা হচ্ছে একটি বোর্ড । 19 ডিসেম্বরের আগে এই টেস্ট করবে । তারপর রিপোর্ট জমা দেবে ওই বোর্ড । উল্লেখ্য, ওই অভিযুক্তের প্রাপ্তবয়স্ক হতে আর বেশি দিন বাকি নেই ।
পঞ্চসায়রে বিশেষভাবে সক্ষম মহিলাকে গণধর্ষণের তদন্তে নেমে রীতিমতো বেগ পেতে হয়েছিল কলকাতা পুলিশকে । একদিকে যুবতির অসংলগ্ন কথাবার্তা, অন্যদিকে মূল অভিযুক্ত উত্তম রামের প্রতি মুহূর্তে বিভ্রান্ত করার চেষ্টা । সব মিলিয়ে এই গণধর্ষণ মামলার তদন্তে প্রতিদিন রঙ পালটেছে । উত্তম পুলিশি জেরায় জানিয়েছে ওই মহিলাকে ধর্ষণ করে ওই নাবালকই । যদিও নাবালক জানিয়েছে, ধর্ষণ করেছে তারা দুজনেই ।