পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

মমতার সঙ্গে দেখা করতে তৃণমূল ভবনে জিতেন্দ্র তিওয়ারি - jitendra tiwari

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে তৃণমূল ভবনে গেলেন জিতেন্দ্র তিওয়ারি। কিন্তু তৃণমূল কংগ্রেস নেত্রী সে সময় ভবনে না-থাকার কারণে এখনও তাঁর সঙ্গে জিতেন্দ্রর দেখা হয়নি। তিনি তৃণমূল নেত্রীর জন্য অপেক্ষা করছেন। আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

jitendra tiwari went tmc office to meet mamata banerjee
মমতার সঙ্গে দেখা করতে তৃণমূল ভবনে জিতেন্দ্র তিওয়ারি

By

Published : Jan 21, 2021, 5:48 PM IST

Updated : Jan 21, 2021, 6:16 PM IST

কলকাতা, 21 জানুয়ারি : মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে তৃণমূল ভবনে গেলেন জিতেন্দ্র তিওয়ারি। কিন্তু তৃণমূল কংগ্রেস নেত্রী সে সময় ভবনে না-থাকার কারণে এখনও তাঁর সঙ্গে জিতেন্দ্রর দেখা হয়নি। তিনি তৃণমূল নেত্রীর জন্য অপেক্ষা করছেন। আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

আজ তৃণমূল ভবনে মুর্শিদাবাদ জেলার দলীয় নেতাদের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। এই বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। ইতিমধ্যেই মুর্শিদাবাদ জেলার নেতারা একে একে উপস্থিত হয়ে গিয়েছেন তৃণমূল ভবনে। রয়েছেন শীর্ষ নেতাদের অনেকেই। তবে তৃণমূল ভবনের পথে জিতেন্দ্র তিওয়ারিকে দেখা যাওয়ায় তা নিয়ে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

মুর্শিদাবাদ জেলার নেতাদের সঙ্গে বৈঠকে কেন জিতেন্দ্র তিওয়ারি গেলেন তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। জানা গিয়েছে, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতেই তৃণমূল ভবনে যান তিনি। কিন্তু জিতেন্দ্র তিওয়ারি যখন যান, তখন তৃণমূল ভবনে ছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে সরাসরি তৃণমূল ভবনে যাওয়ার কথা রয়েছে তৃণমূল নেত্রীর। মনে করা হচ্ছে, মুর্শিদাবাদ জেলার নেতৃত্বের সঙ্গে বৈঠকের ফাঁকে জিতেন্দ্রর সঙ্গেও আলাদা করে বৈঠক করে নিতে পারেন তৃণমূল নেত্রী। তবে জিতেন্দ্র তিওয়ারিকে মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছেন নাকি তিনি নিজেই গিয়েছেন, তা স্পষ্ট নয়।

জিতেন্দ্র তিওয়ারির বিজেপিতে যাওয়া না-যাওয়া নিয়ে ইতিমধ্যেই জল অনেক দূর গড়িয়েছে। দলবদলের ইচ্ছের কথা খোলাখুলি জানিয়েছিলেন তিনি। ছেড়েছিলেন আসানসোলের পুর প্রশাসকের পদও। তবে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বেঁকে বসায় জিতেন্দ্র বিজেপিতে যাওয়া ভেস্তে গিয়েছে। এই অবস্থায় ফের মমতার সঙ্গে তাঁর দেখা করার চেষ্টায় জল্পনা স্বাভাবিকভাবেই বেড়েছে রাজনৈতিক মহলে।

Last Updated : Jan 21, 2021, 6:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details