কলকাতা, 25 জানুয়ারি :সোমবার সন্ধ্যায় রাজ্য নেতৃত্বের থেকে বরখাস্তের চিঠি পাওয়ার পর জানিয়েছিলেন যা বলার মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে বলবেন ৷ কথামতোই এদিন প্রেস ক্লাবে রীতেশ তিওয়ারিকে পাশে বসিয়ে বিস্ফোরক রাজ্য বিজেপির প্রাক্তন সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার (Jayprakash Majumdar outbursts at Press Conference after suspension) ৷ মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে তিনি ক্ষোভ উগড়ে দিলেন কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে ৷ জয়প্রকাশ জানালেন, 2009 লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির উত্থান মেনে নিতে পারেনি কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্যের বিজেপির একাংশ ৷ যাঁদের হাত ধরে 19-এর লোকসভা নির্বাচনে ভাল ফল হল, তাঁদের সঙ্গেই প্রতারণা করা হল বলে অভিযোগ করেন তিনি ৷
জয়প্রকাশ এদিন অভিযোগের সুরে জানান, 2019 লোকসভা নির্বাচনে এ রাজ্যে 40 শতাংশ ভোট পাওয়ার পরেও বিধানসভা ভোটের আগে রাজ্য নেতৃত্বের উপর আস্থা রাখতে পারেনি কেন্দ্রীয় নেতৃত্ব ৷ পরিবর্তে অন্য দল থেকে লোক ভাঙিয়ে এনে 2021 বিধানসভা নির্বাচনে লড়াইয়ের কারণেই দলের এই ভরাডুবি ৷ যা দলের নীচুতলার কর্মী, বুথকর্মীদের সঙ্গে প্রতারণার সামিল বলেই মত পদ্মশিবিরের বিক্ষুব্ধ এই নেতা ৷