পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Jayprakash Majumdar PC : 2019 নির্বাচনে বিজেপির উত্থান মানতে পারেনি দলের একাংশ, বরখাস্ত হয়ে বিস্ফোরক জয়প্রকাশ

প্রেস ক্লাবে রীতেশ তিওয়ারিকে পাশে বসিয়ে মঙ্গলবার বিস্ফোরক রাজ্য বিজেপির প্রাক্তন সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার (Jayprakash Majumdar outbursts at Press Conference after suspension) ৷ মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে তিনি ক্ষোভ উগড়ে দিলেন কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে ৷

Jayprakash Majumdar PC
2019 লোকসভা নির্বাচনে বিজেপির উত্থান মানতে পারেনি দলের একাংশ, সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক জয়প্রকাশ

By

Published : Jan 25, 2022, 3:52 PM IST

Updated : Jan 25, 2022, 4:28 PM IST

কলকাতা, 25 জানুয়ারি :সোমবার সন্ধ্যায় রাজ্য নেতৃত্বের থেকে বরখাস্তের চিঠি পাওয়ার পর জানিয়েছিলেন যা বলার মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে বলবেন ৷ কথামতোই এদিন প্রেস ক্লাবে রীতেশ তিওয়ারিকে পাশে বসিয়ে বিস্ফোরক রাজ্য বিজেপির প্রাক্তন সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার (Jayprakash Majumdar outbursts at Press Conference after suspension) ৷ মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে তিনি ক্ষোভ উগড়ে দিলেন কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে ৷ জয়প্রকাশ জানালেন, 2009 লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির উত্থান মেনে নিতে পারেনি কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্যের বিজেপির একাংশ ৷ যাঁদের হাত ধরে 19-এর লোকসভা নির্বাচনে ভাল ফল হল, তাঁদের সঙ্গেই প্রতারণা করা হল বলে অভিযোগ করেন তিনি ৷

জয়প্রকাশ এদিন অভিযোগের সুরে জানান, 2019 লোকসভা নির্বাচনে এ রাজ্যে 40 শতাংশ ভোট পাওয়ার পরেও বিধানসভা ভোটের আগে রাজ্য নেতৃত্বের উপর আস্থা রাখতে পারেনি কেন্দ্রীয় নেতৃত্ব ৷ পরিবর্তে অন্য দল থেকে লোক ভাঙিয়ে এনে 2021 বিধানসভা নির্বাচনে লড়াইয়ের কারণেই দলের এই ভরাডুবি ৷ যা দলের নীচুতলার কর্মী, বুথকর্মীদের সঙ্গে প্রতারণার সামিল বলেই মত পদ্মশিবিরের বিক্ষুব্ধ এই নেতা ৷

এখানেই শেষ নয় ৷ বিস্ফোরক জয়প্রকাশের অভিযোগ, 'আব কি বার দোশো পার' স্লোগান দিয়ে 2021 বিধানসভায় মুখ থুবড়ে পড়ার পরেও কোনও পর্যালোচনা হল না দলের অন্দরে ৷ জয়প্রকাশের কথায়, "খারাপ ফল হতেই পারে কিন্তু চাদর চাপা দিয়ে দিলে রোগ সারে না ৷ কিন্তু এক্ষেত্রে সেটাই করা হল ৷" বুথস্তরের কর্মীদের পাশে দাঁড়াতে গেলে এগুলো প্রয়োজন ছিল বলেই মত তাঁর ৷ এ বিষয়ে ভার্চুয়াল মাধ্যমে বহুবার কেন্দ্রীয় নেতৃত্বকে জানানোর চেষ্টা করেও ব্যর্থ হতে হয়েছে তাঁদের ৷ দাবি জয়প্রকাশের ৷

আরও পড়ুন : Jayprakash-Ritesh Suspended : জয়প্রকাশ-রীতেশকে সাময়িক বরখাস্ত করল বিজেপি

পাশাপাশি দলের নবনির্বাচিত সভাপতি সুকান্ত মজুমদার এবং সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধেও এদিন তোপ দাগেন জয়প্রকাশ ৷ মাত্র আড়াই বছর আগে রাজনীতিতে আসা সুকান্ত মজুমদারকে কটাক্ষ করে তিনি জানান, দু'বছর খেলেই মেসির দলের বিরুদ্ধে লড়াই করা যায় না ৷

Last Updated : Jan 25, 2022, 4:28 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details